অসাধ্য সাধন! ১০ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে! নজির গড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ

Last Updated:

ওপেন হার্ট সার্জারির দিন শেষ। চিকিৎসা বিজ্ঞানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হার্টের ভাল্ব প্রতিস্থাপন করল বর্ধমান মেডিক্যাল কলেজ।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
বর্ধমান,সায়নী সরকার: বর্ধমান মেডিক্যালে চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন! ওপেন হার্ট সার্জারির দিন শেষ। চিকিৎসা বিজ্ঞানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হার্টের ভাল্ব প্রতিস্থাপন করল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারস্পেশালিটি উইংস ‘অনাময়’। কলকাতার পর জেলার প্রথম সরকারি হাসপাতাল হিসাবে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন বা টাভি পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনে নজির গড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সম্পূর্ণ বিনামূল্যে কোনরকমের কাটাছেঁড়া ছাড়া জীবন ফিরে পেলেন রোগী।
Transcatheter Aortic Valve Implantation বা টাভি কী?
আরও পড়ুনঃ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলার জয়জয়কার! ১০টি সোনা-সহ ২৭টি পদক ছিনিয়ে নিল ‘এই’ জেলার প্রতিযোগীরা, রাজ্যের গর্ব
ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন (TAVI) হল একটি চিকিৎসা পদ্ধতি, যা অ্যাওর্টিক ভালভ (হার্টের একটি ভালভ) প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়। যখন ভালভটি সরু হয়ে যায় বা সঠিকভাবে কাজ করে না এই পদ্ধতিতে একটি নতুন ভালভ একটি ক্যাথেটার (একটি সরু টিউব) দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করানো হয় এবং পুরানো ভালভের জায়গায় স্থাপন করা হয়। একে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট (TAVR) বলা হয়। সংক্ষেপে, TAVI হল একটি কম আক্রমণাত্মক পদ্ধতি, যা ওপেন-হার্ট সার্জারির বিকল্প হতে পারে। অ্যাওর্টিক ভালভ স্টেনোসিসের (Aortic Valve Stenosis) চিকিৎসায় ব্যবহৃত হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে বিদেশে ব্যাপক চাহিদা! ঘরে বসে এই কাজ করেই লক্ষ লক্ষ টাকা আয় মাত্র চার মাসেই, কী তৈরি হচ্ছে শোলাগ্রামে?
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা অনুভব করায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারস্পেশালিটি উইংস অনাময়ে আসেন বীরভূমের বুজুং গ্রামের বাসিন্দা অমিয় কুমার মন্ডল। দীর্ঘ কয়েক মাসের চিকিৎসা ও পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা তাঁর অ্যাওটিক ভালভ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। ব্যয় বহুল এই চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর তরফেও সহযোগিতা মেলে। স্বাস্থ্য দফতর থেকে প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এরপরই গত ১৩ অগাস্ট টাভি পদ্ধতিতে কাটাছেঁড়া ছাড়া প্রাক্তণ শিক্ষক অমিয় কুমার মন্ডলের সফল অ্যাওটিক ভালভ প্রতিস্থাপন করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানান, কার্ডিওলজিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান দিপঙ্কর ঘোষ দস্তিদারের নেতৃত্বে গঠিত প্রায় ২০ জনের চিকিৎসক দল এই টাভি-র সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক হাঁটাচলা করছেন। চিকিৎসক দীপঙ্কর ঘোষ দস্তিদার জানান, সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতিটির জন্য প্রায় ৩ ঘন্টা সময় লেগেছে।কলকাতার বাইরে এই ধরনের অপারেশন জেলার সরকারি হাসপাতালে প্রথম। এর ফলে জেলা হাসপাতালে চিকিৎসার এক নবদিগন্ত খুলে গেল বলা চলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অসাধ্য সাধন! ১০ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে! নজির গড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement