East Bardhaman News: কনকনে ঠান্ডায় অসুস্থ হয়ে সমুদ্রগড় স্টেশনে বৃদ্ধের মৃত্যু! বছরের শেষ দিনে মর্মান্তিক ঘটনা
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: কনকনে ঠান্ডায় কাবু রাজ্যবাসী। সেই হাড়কাঁপানো শীতেই মর্মান্তিক পরিণতি বৃদ্ধের। সমুদ্রগড় স্টেশনে তাঁর নিথর দেহ উদ্ধার হল।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ বছরের শেষ দিনে জাঁকিয়ে পড়া শীতে মর্মান্তিক পরিণতি বৃদ্ধের। পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেলস্টেশনে আশ্রয় নেওয়া এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু হল। গত কয়েক দিন ধরেই জেলা জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা পড়েছে। তার মধ্যেই অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন ওই বৃদ্ধ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সমুদ্রগড় রেলস্টেশনের উপরে থাকতেন ওই বৃদ্ধ। প্রথমদিকে তিনি এলাকায় পাঁপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তবে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে পরবর্তী সময়ে আর সেই কাজ চালিয়ে যেতে পারেননি। শেষ কয়েক মাস ধরে ভিক্ষাবৃত্তি করেই তাঁর জীবনযাপন চলছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ হিমাচল ফাইটিং চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলের বাজিমাত! সোনা জিতলেন এগরার অনিমেষ, লক্ষ্য এবার আরও বড়
বুধবার ভোরে স্টেশনের উপর তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে কালনা জিআরপি ও আরপিএফকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক স্থানীয় বাসিন্দা জানান, “এই বৃদ্ধের তেমন কেউ নেই বলেই আমরা জানি। কয়েক দিন ধরেই খুব অসুস্থ ছিলেন। এমন কনকনে ঠান্ডায় বাইরে খোলা জায়গায় থাকার ফলে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।” প্রাথমিকভাবে অনুমান, প্রচণ্ড শীত ও অসুস্থতাই এই মৃত্যুর কারণ। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে বুধবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ফের একবার শীতের সময় গৃহহীন ও অসহায় মানুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Dec 31, 2025 1:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কনকনে ঠান্ডায় অসুস্থ হয়ে সমুদ্রগড় স্টেশনে বৃদ্ধের মৃত্যু! বছরের শেষ দিনে মর্মান্তিক ঘটনা








