East Bardhaman News: নৌকা থেকে নামতে গিয়ে পা হড়কে নদীবক্ষে, ভাগীরথীতে তলিয়ে গেলেন বৃদ্ধ, নদী তোলপাড় করে চলছে খোঁজ

Last Updated:

East Bardhaman News: নৌকা থেকে নামতে গিয়ে পা হড়কে ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ এক বৃদ্ধ। মঙ্গলবার কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটের ঘটনায় এলাকায় শোরগোল। 

কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট
কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়: নৌকা থেকে নামতে গিয়ে পা হড়কে ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ এক বৃদ্ধ। মঙ্গলবার কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটের ঘটনায় এলাকায় শোরগোল।
জানা যাচ্ছে, নিখোঁজ ব্যক্তির নাম করিম সেখ। বয়স ৬০। নদীতে তলিয়ে যাওয়ার খবর শুনে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দারা জানায়, নিখোঁজ করিম সেখ পেশায় রিকশা চালক। কাটোয়া শহরের বাগানেপাড়ায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
আরও পড়ুনঃ নেপালে কাজে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! লরিতে সজোরে ধাক্কা, শ্রমিক বোঝাই গাড়ি উলটে মৃত ১, আহত শিশু-সহ আরও ৭
কাটোয়া মহকুমা বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা নিখোঁজ করিম সেখের খোঁজে ভাগীরথী নদীতে তল্লাশি শুরু করেছে। প্রত্যক্ষদর্শী মনিরুল সেখ জানান, বল্লভপাড়া থেকে কাটোয়ার দিকে আসা নৌকা থেকে নামতে গিয়ে ওই ব্যক্তি নদীতে পড়ে যান। নদীতে কিছু দূর পর্যন্ত ভাসতে দেখা যায় তাকে। কিন্তু তার পর আর দেখা যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কথায় নয়, কাজে বড়! ঝাঁটা ও বস্তা হাতে খুদে পড়ুয়ারা যা করে দেখাল, শুনলে বাহবা দেবেন
নিখোঁজ করিমের স্ত্রী আজমিরা বিবি বলেন, সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। একটা কাজে বল্লভপাড়া গিয়েছিলেম। ফেরার সময় নদীতে পড়ে গেলেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: নৌকা থেকে নামতে গিয়ে পা হড়কে নদীবক্ষে, ভাগীরথীতে তলিয়ে গেলেন বৃদ্ধ, নদী তোলপাড় করে চলছে খোঁজ
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement