East Bardhaman News: কেতুগ্রামে নৌকাডুবির ১৯ দিন পর নিখোঁজ শ্রমিকের দেহ উদ্ধার! জলে পচন ধরা শরীর শনাক্ত করল পরিবার
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
East Bardhaman News: কেতুগ্রামে নৌকাডুবির ১৯ দিন পর নিখোঁজ শ্রমিকের দেহ উদ্ধার হল। সোমবার সকালে স্থানীয় মাঝিরা দেহটি ভাগীরথী নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন।
কাটোয়া,পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়: কেতুগ্রামে নৌকাডুবির ১৯ দিন পর নিখোঁজ শ্রমিকের দেহ উদ্ধার হল। অগ্রদ্বীপের ফেরিঘাটের কাছ থেকে শ্রমিকের দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় মাঝিরা দেহটি ভাগীরথী নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন।
কাটোয়া থানার পুলিশ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। তখনও পুলিশ দেহ শনাক্ত করতে পারেনি। সোমবার সকালে কাটোয়া থানার তরফ থেকে মৃতদেহের বিবরণ দিয়ে থানায় থানায় মৃতদেহ উদ্ধারের বার্তা পাঠানো হয়।
আরও পড়ুনঃ শীতে কুয়াশার দাপট! ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যু রুখতে রেলপথে বিশেষ নজরদারি, নিয়মিত টহল জলদাপাড়া বনকর্মীদের
কেতুগ্রাম থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতদেহ উদ্ধারের খবর পৌঁছয় নিখোঁজ শ্রমিক মুর্শিবাদের ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামের বাসিন্দা দুর্লভ রাজবংশীর পরিবারেও। দুর্লভ রাজবংশীর দাদা সুনীল রাজবংশী ভাইয়ের পোশাক ও মুখ দেখে দেহ শনাক্ত করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গরুমারায় জঙ্গল সাফারিতে বিরল দৃশ্য! সামনে হেঁটে গেল লেপার্ড, ঠান্ডা হয়ে এল পর্যটকদের শরীর, দেখুন
গত ৩ ডিসেম্বর গভীর রাতে বালি বোঝাই নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে কেতুগ্রামের কল্যাণপুর ঘাটের কাছে ডুবে যায়। ১২ জন শ্রমিক সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুর্লভ রাজবংশী সাঁতরে পার হতে পারেননি। নিখোঁজ হয়ে যান তিনি। ১৯ দিন পর উদ্ধার হল দেহ। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Dec 22, 2025 6:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কেতুগ্রামে নৌকাডুবির ১৯ দিন পর নিখোঁজ শ্রমিকের দেহ উদ্ধার! জলে পচন ধরা শরীর শনাক্ত করল পরিবার








