ডিভিসি’র জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতি! কোন কোন এলাকা নিয়ে ভয়? বিকেলে জরুরি বৈঠকে মুখ্যসচিব 

Last Updated:

ডিভিসি’র জলাধার থেকে জল ছাড়ার ফলে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নবান্ন থেকে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে ভিডিও কনফারেন্স হবে।

News18
News18
ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)-র একাধিক জলাধার থেকে লাগাতার জল ছাড়ায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাক-বর্ষা ও বর্ষার শুরুতেই অতিরিক্ত জলপ্রবাহের জেরে বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ফলে রাজ্যের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ার একাধিক অংশ ইতিমধ্যেই জলমগ্ন। বহু গ্রাম ও নীচু এলাকা প্লাবিত। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার একাধিক অংশে নতুন করে জল ঢোকার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
এই জটিল পরিস্থিতির মোকাবিলায় আজ বিকেল পাঁচটায় নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব। বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদের ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সেইসঙ্গে থাকবেন সেচ, বিপর্যয় মোকাবিলা, জনস্বাস্থ্য, নগরোন্নয়ন, কৃষি ও পরিবহণ সহ একাধিক দফতরের সচিবরা।
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর, প্রত্যেক জেলা প্রশাসনের কাছ থেকে জানানো হবে ডিভিসি’র জল ছাড়ার পর কী পরিস্থিতি তৈরি হয়েছে, কোন কোন ব্লকে জল ঢুকেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা এবং কী ভাবে দ্রুত পুনর্বাসনের কাজ শুরু করা যায়। জেলা থেকে পাঠানো রিপোর্ট খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে সূত্রের দাবি।
advertisement
প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—জলস্তর যদি আরও বাড়ে, তাহলে অবিলম্বে উদ্ধারকারী দল মোতায়েন করতে হবে। প্রয়োজনে NDRF বা SDRF-এর সাহায্যও নেওয়া হতে পারে।
স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে প্লাবিত এলাকাগুলিতে খাদ্য, জল ও ওষুধ পৌঁছতে কোনও সমস্যা না হয়। বহু এলাকায় অস্থায়ী ত্রাণ শিবির খোলার কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে।
advertisement
জানা গিয়েছে, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর প্রতিনিয়ত ডিভিসি ও আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে আগাম বার্তা পাওয়া যায় এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। প্রশাসনের এক আধিকারিক বলেন, “বর্তমানে আমাদের মূল লক্ষ্য হলো দ্রুত উদ্ধার, ত্রাণ ও ভবিষ্যতের জন্য পর্যাপ্ত প্রস্তুতি। যদি প্রয়োজনে আরও জল ছাড়ে ডিভিসি, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডিভিসি’র জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতি! কোন কোন এলাকা নিয়ে ভয়? বিকেলে জরুরি বৈঠকে মুখ্যসচিব 
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement