Mamata Banerjee on Flood Situation: '১ কোটি টাকা স্কুলে, ৪ কোটি গ্রামীণ রাস্তায়...' বিধায়ক-সাংসদদের হিসেব বেঁধে দিলেন মমতা!

Last Updated:

Mamata Banerjee on Flood Situation: বিধায়করা গ্রামীণ রাস্তায় খরচ করবেন তাঁদের টাকা। সাংসদরা এক কোটি স্কুলে, চার কোটি গ্রামীণ রাস্তায় দেবেন। ডিভিসির জল ছেড়ে 'ম্যানমেড ফ্লাড' করা হয়, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিধায়ক-সাংসদদের বড় নির্দেশ মমতার, সতর্ক করে দিলেন চক্রান্ত নিয়ে! '১ কোটি স্কুলে, ৪ কোটি গ্রামীণ রাস্তায়...' বিধায়ক-সাংসদদের হিসেব বেঁধে দিলেন মমতা!
বিধায়ক-সাংসদদের বড় নির্দেশ মমতার, সতর্ক করে দিলেন চক্রান্ত নিয়ে! '১ কোটি স্কুলে, ৪ কোটি গ্রামীণ রাস্তায়...' বিধায়ক-সাংসদদের হিসেব বেঁধে দিলেন মমতা!
বীরভূম:  বন্যা পরিস্থিতি সরেজমিনে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগপীড়িত সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ত্রান সামগ্রী। নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ডুবেছে একাধিক জেলা। সোমবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি চলে যান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া সীমান্তে, সীতারামপুর গ্রামে। এর পর মঙ্গলবারও বীরভূমে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। বোলপুর গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আবারও সতর্কতামূলক বার্তা দিলেন তিনি।
বৃষ্টির বিরাম নেই। আগের দিনও সীতারামপুর গ্রাম পরিদর্শন করে বেশি এগোনো যায়নি আবহাওয়ার ফেরেই। মঙ্গলবার মমতা বললেন, “বন্যা পরিস্থিতিতে প্রায় ৯০% কাজ ভাল হয়েছে। যেহেতু বীরভূমে অনেক জায়গায় বন্যা হয়েছিল তাতে জল নামলেও কাদা হয়েছে। বিভিন্ন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই তিনদিন ভারী বর্ষা আছে। সেদিকে নজর রাখতে হবে।”
advertisement
advertisement
এর পরেই মমতা বলেন, “বিধায়করা গ্রামীণ রাস্তায় খরচ করবে তাদের টাকা। আর সাংসদরা এক কোটি স্কুলে, চার কোটি গ্রামীণ রাস্তায় দেবে। ডিভিসির জল ছেড়ে ‘ম্যানমেড ফ্লাড’ করা হয়। ঝাড়খন্ডের জলে প্রতিবছর বন্যা করা হয়। ১৯৯৯ সালে শেষবার এত জল ছাড়া হয়েছিল। আমরা সব মনিটরিং করছি। এখন জল কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ছাড়ে। খানাকুল, ঘাটাল, আমতা, উদয়নারায়ণপুর এখনও জলের তলায় আছে। মুখ্যসচিব ,মন্ত্রীরা পরিদর্শন করেছেন। একাধিক জায়গায় কমিউনিটি কিচেন আছে। ৬৫ হাজার বাড়ি মাইনরিটি বিভাগ থেকে করে দিচ্ছি। এগারো লক্ষ বাড়ির জন্য সমীক্ষা করা হচ্ছে। এখনও ৫০ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে।”
advertisement
মমতা জানান, বন্যা কবলিত সকলের সুস্থতা নিয়ে তিনি উদ্বিগ্ন। নিরন্তর মানুষের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee on Flood Situation: '১ কোটি টাকা স্কুলে, ৪ কোটি গ্রামীণ রাস্তায়...' বিধায়ক-সাংসদদের হিসেব বেঁধে দিলেন মমতা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement