Duttapukur Blast: বাড়ির ছাদে-পেয়ারে গাছে আটকে দেহ, দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ! এগরার থেকেও মিলল না শিক্ষা

Last Updated:

Duttapukur Blast: রবিবার দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হল। সেই ঘটনায় কমপক্ষে ছয়-সাতজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভয়াবহ বিস্ফোরণ
ভয়াবহ বিস্ফোরণ
দত্তপুকুর: মাত্র ৩ মাস আগে। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল পূর্ব মেদিনীপুরের এগরায়। এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অনেকের। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালেও ভর্তি করা হয়েছিল অনেককে। বিস্ফোরণের অভিঘাতে বাড়িটির কাঠামো ছাড়া বাকি সমস্ত কিছু উড়ে গিয়েছিল। তোলপাড় পড়েছিল রাজ্যে। ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘প্রশাসনের চোখ খুলে গিয়েছে’। কিন্তু কোথায় কী, এগরার বিস্ফোরণের মাস তিনেকের মধ্যেই এবার দত্তপুকুর। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃতের সংখ্যা এখনই ৫ ছাড়িয়েছে।
রবিবার দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হল। সেই ঘটনায় কমপক্ষে ছয়-সাতজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই ঘটনায় আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত উদ্ধারকাজ চলছে।
advertisement
advertisement
পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বারবার পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। রমরমিয়ে চলছিল বেআইনি বাজি কারখানা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ দত্তপুকুরের ওই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে অন্যত্র ছিটকে গিয়েছে দেহ। আশপাশের একাধিক পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
একটি বাড়ির সামনের অংশও ভেঙে পড়েছে। লন্ডভন্ড হয়ে গিয়েছে এলাকা। আশপাশের গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আগুন নেভানোর কাজ চলতে থাকে। আসে পুলিশও। যদিও পুলিশকে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির একটি টালির চালেও আটকে যায় এক ব্যক্তির দেহ। পাড়ার একটি পেয়ারা গাছেও আটকে যায় দেহ। ইতিমধ্যেই সেই দেহ নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। বিক্ষোভ ঠেকাতে মাঠে নেমেছে ব়্যাফ। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছেন পুলিশি নিষ্ক্রিয়তার দিকে। ফলে এগরার ঘটনা থেকে প্রশাসন কী শিক্ষা নিয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duttapukur Blast: বাড়ির ছাদে-পেয়ারে গাছে আটকে দেহ, দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ! এগরার থেকেও মিলল না শিক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement