Mahalaya: কুমিরের আতঙ্ক, গঙ্গায় শব্দ বাজি ফাটিয়ে তর্পণ চলছে কালনায়

Last Updated:

মহালয়ার তর্পণ করতে নেমে কুমিরের হামলার মুখে পড়তে হবে না তো সেই উদ্বেগ ছিল অনেকের মধ্যেই।

During mahalaya tarpan crackers blasted in Purba Bardhaman
During mahalaya tarpan crackers blasted in Purba Bardhaman
#পূর্ব বর্ধমান : শব্দবাজি ফাটিয়ে কুমির তাড়িয়ে তর্পণ চলছে কালনার গঙ্গা ও খড়ি নদীতে। কালনার মালতিপুর ঘাটের কাছেই বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছে কুমির। সেই কুমির যাতে তর্পণ করতে আসা পুর্নার্থীদের কোনও ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে বারে বারে জলের মধ্যে ফাটানো হচ্ছে শব্দবাজি কুমিরকে দূরে রাখতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা।
মহালয়ার তর্পণ করতে নেমে কুমিরের হামলার মুখে পড়তে হবে না তো সেই উদ্বেগ ছিল অনেকের মধ্যেই। বাসিন্দাদের সতর্ক করার জন্য আগে থেকেই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার করা হচ্ছিল। ঘাট গুলিতে বাসিন্দাদের সতর্ক করে ব্যানার ও টাঙানো হয়েছে।
advertisement
advertisement
মহালয়ার ভোর থেকেই অগণিত পুন্যার্থী ভিড় করেন কালনার বিভিন্ন গঙ্গা ঘাটে। কিন্তু এবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কুমির। কালনার ধাত্রীগ্রাম এলাকার গঙ্গা ও খড়ি নদীর জলে আগষ্ট মাসের শেষ দিক থেকে একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। সতর্কতা হিসেবে বন দফতরের পক্ষ থেকে বিভিন্ন ঘাটে নামা যেমন বন্ধ করা হয়েছে,তেমনই কড়া নজরদারিও শুরু হয়েছে। মহালয়ার দিন পুন্যার্থীদের পুন্যস্নানের কথা মাথায় রেখে বনদফতর ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়।
advertisement
এদিন গঙ্গার ঘাটে বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। পুণ্যার্থী যাতে গভীর জলে বা বেশি দূরত্বে যেতে না পারেন তা নিশ্চিত করতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে জলে ফাটানো হয় শব্দবাজি।
advertisement
বন দফতরের আধিকারিকরা জানান,মহালয়ায় দিন পুণ্যার্থীরা যাতে নিরাপদে নদীতে স্নান করতে পারেন তা নিশ্চিত করতে জন্য কয়েকটি ঘাটকে চিহ্নিত করা হয়েছে।যে ঘাটগুলিতে স্নানের জন্য বিশেষ ব্যারিকেড করা হয়েছে।একটি স্পিড বোটের মাধ্যমে  নজরদারি চালানো হচ্ছে। অনেকেই দর্পণ করতে এসেছেন। তবে বেশি গভীরে না গিয়ে তারাও সহযোগিতা করছেন।
Saradindu Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahalaya: কুমিরের আতঙ্ক, গঙ্গায় শব্দ বাজি ফাটিয়ে তর্পণ চলছে কালনায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement