Durgapur: Holi 2022: অংশগ্রহণে স্কুলপড়ুয়া থেকে পঞ্চাশোর্ধ মহিলা, দোলের আগেই রঙিন সাজে সাজল দুর্গাপুর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
প্রকৃতির এমন রঙিন সাজকে আরও রাঙিয়ে তুলতে দুর্গাপুরে আয়োজন করা হল প্রকৃতির বসন্ত উৎসবের। প্রকৃতির শোভাবর্ধনে উদ্যোগে নেন প্রায় শতাধিক মহিলা।(Durgapur)
দুর্গাপুর: রাত পোহালেই দোল (Holi 2022)। বসন্তের রঙে আরও বেশি করে সেজে উঠছে প্রকৃতি। চারদিকে পলাশ, শিমুলের মেলা। প্রকৃতির এমন রঙিন সাজকে আরও রাঙিয়ে তুলতে দুর্গাপুরে আয়োজন করা হল প্রকৃতির বসন্ত উৎসবের। প্রকৃতির শোভাবর্ধনে উদ্যোগে নেন প্রায় শতাধিক মহিলা।(Durgapur)
রঙের উৎসবের আগে প্রকৃতির এমন রঙিন সাজ নজর কেড়েছে সবার। দুর্গাপুরের টাউনশিপ এলাকার তিলক রোডে বসন্ত উৎসবকে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শুধুমাত্র মহিলাদের জন্য আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। যেখানে অংশগ্রহণ করেছিলেন একশর বেশি মহিলা। তালিকায় স্কুলপড়ুয়া থেকে পঞ্চাশোর্ধ মহিলা, সকলেই ছিলেন। মহিলাদের উদ্যোগে টাউনশিপ এলাকা প্রকৃতির বসন্তের সাজে আরও রঙিন হয়েছে।
advertisement
আরও পড়ুন : বেঞ্চের কোণা থেকে জিভ বার করে ঢুকিয়ে নিচ্ছে! ক্লাসরুমে সাপ দেখে পরিত্রাহি অবস্থা আতঙ্কিত খুদে পড়ুয়াদের
advertisement
আরও পড়ুন : অতিমারিতে উপার্জন হারিয়ে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন গায়িকা
এই প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃতির নানা রঙিন ছবি তুলে ধরা হয়েছে। তেমন ভাবে তুলে ধরা হয়েছে দুর্গাপুর শহরের নানান পটচিত্র। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের ছবি তুলে ধরা হয়েছে এই অঙ্কন প্রতিযোগিতায়। অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয়েছিল আলপনা প্রতিযোগিতার। স্থানীয় তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মূল উদ্যোক্তা ছিলেন দুর্গাপুরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণি দাশগুপ্ত। এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তা স্বয়ং। প্রকৃতিতে বসন্তের আগমনস্পর্শে আরও রঙিন রূপে ধরা দিচ্ছে দুর্গাপুরের তিলক রোড। দর্শকদের কাছে টানছে প্রকৃতির বসন্ত উৎসব। দোলের আগে এমন রঙিন ছবি নজর কেড়েছে স্থানীয় এলাকাবাসী-সহ সমগ্র দুর্গাপুরের।
advertisement
( প্রতিবেদন : নয়ন ঘোষ)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2022 8:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur: Holi 2022: অংশগ্রহণে স্কুলপড়ুয়া থেকে পঞ্চাশোর্ধ মহিলা, দোলের আগেই রঙিন সাজে সাজল দুর্গাপুর