Bengali Movies: শ্রীমান পৃথ্বীরাজ, হীরক জয়ন্তী থেকে আলো! সুপারহিট একাধিক বাংলা ছবির শ্যুটিং-এর সাক্ষী প্রাচীন টেরাকোটা মন্দিরে সাজানো এই গ্রাম

Last Updated:

Bengali Movies: দুর্গাপুরের কাঁকসা ব্লকের বনকাটি এলাকায় রয়েছে এমন একটি স্থান যেখানে সিনেমার শুটিং করতে এসেছিলেন বহু সুখ্যাত অভিনেতা থেকে অভিনেত্রী। 

+
দুর্গাপুরের

দুর্গাপুরের একটি বিখ্যাত শুটিং স্পট

দীপিকা সরকার,দুর্গাপুর : শ্রীমান পৃথ্বীরাজ,আলো, হীরক জয়ন্তী, খেলার পুতুলের মতো একাধিক বিখ্যাত সিনেমার শ্যুটিং হয়েছে, দুর্গাপুরে। দুর্গাপুরের কাঁকসা ব্লকের বনকাটি এলাকায় রয়েছে এমন একটি স্থান যেখানে সিনেমার শ্যুটিং করতে এসেছিলেন বহু সুখ্যাত অভিনেতা থেকে অভিনেত্রী। গ্রামীণ পরিবেশে রয়েছে মাটির বাড়িঘর। রয়েছে ঐতিহ্যবাহী টেরাকোটার অপূর্ব কারুকার্যে পরিপূর্ণ একাধিক মন্দির। সেখানে প্রায় ৯০০ বছরের প্রাচীন একটি  কালীমন্দির আছে। পাশাপাশি প্রায় ৩০০ বছরের প্রাচীন পাঁচটি শিব মন্দির রয়েছে।
এছাড়াও বিষ্ণু মন্দির-সহ একাধিক মন্দির সেখানে রয়েছে ভগ্নদশায়। প্রকৃতির সৌন্দর্যে পরিপূর্ণ  মনোমুগ্ধকর স্থানটি সিনেমার পরিচালকদের দৃষ্টি আর্কষণ করে এখনও। ওই স্থানে বাংলা সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্র অভিনেতা রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, চিরঞ্জিত, জয় বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমারের মত বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন। বহু বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে এই মন্দির চত্বরে। ওই স্থানটি গড়ে তোলেন তান্ত্রিক আচার্য মহেশ্বরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তাঁদের পরবর্তীকালে মহেশ্বর প্রসাদের বংশধর রায়বাহাদুর খেতাব পান।  তারপর থেকে বন্দ্যোপাধ্যায়ের বদলে ‘রায়’ পদবি হয় আচার্যের বংশধরদের। তাঁরা কালী মন্দির ও  শিব মন্দির-সহ ওই সমস্ত মন্দির গুলি প্রতিষ্ঠা করেছিলেন।  টেরাকোটার তিনটি শিব মন্দির  মহেশ্বর প্রসাদের এক বংশধর লক্ষ্মীকান্ত রায় প্রায় ৩০০ বছর আগে তৈরি করেছিলেন।
advertisement
ওই ঐতিহ্যবাহী  এলাকাটি বর্তমানে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পশ্চিম বর্ধমান জেলা-সহ রাজ্যের বহু প্রকৃতিপ্রেমী মানুষের প্রায়ই আনাগোনা রয়েছে। এছাড়াও ভক্তদেরও আনাগোনা লেগেই থাকে। রায় পরিবার সূত্রে জানা গিয়েছে,  তাঁদের ষষ্ঠতম বর্তমান প্রজন্মের প্রবীণ সদস্য অনিল রায়ও দু’একটি সিনেমায় অভিনয় করেছিলেন। বিখ্যাত বাংলা সিনেমা ‘খেলার পুতুল’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত আলো সিনেমায়  এই স্থানটির একাধিক দৃশ্য দেখা যায়।এছাড়াও খেলার পুতুল সিনেমাতেও বেশ কিছু দৃশ্যে রায় পরিবারের এই মন্দির চত্বরের দেখা মেলে।
advertisement
advertisement
আরও পড়ুন: তাঁতঘরের ব্যস্ততা এখন তুঙ্গে! পুজোর বাহারি পোশাক তৈরি হচ্ছে লালমাটির গ্রামের ঘরে ঘরে
এছাড়াও সুপারহিট সিনেমা হীরক জয়ন্তী, শ্রীমান পৃথ্বীরাজ-এর মতো একাধিক বিখ্যাত সিনেমার শ্যুটিং হয়েছিল ওই স্থানে। পাশাপাশি কয়েক বছর আগে ” মায়ামৃদঙ্গ” সিনেমার শ্যুটিং করতে ওই স্থানটি বেছে নেন পরিচালক। ওই সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী পাওলি দাম। উইকএন্ডে অথবা ছুটির দিনে আপনিও ঘুরতে আসতে পারেন কাঁকসার বনকাটি এলাকার এই মন্দির নগরীতে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Movies: শ্রীমান পৃথ্বীরাজ, হীরক জয়ন্তী থেকে আলো! সুপারহিট একাধিক বাংলা ছবির শ্যুটিং-এর সাক্ষী প্রাচীন টেরাকোটা মন্দিরে সাজানো এই গ্রাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement