Durga Puja Shopping: তাঁতঘরের ব্যস্ততা এখন তুঙ্গে! পুজোর বাহারি পোশাক তৈরি হচ্ছে লালমাটির গ্রামের ঘরে ঘরে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja Shopping: পুজোর শপিং অনলাইন মাধ্যমে করছেন! তাহলে চলে আসুন এই জায়গায়, সস্তায় মিলবে সবকিছু
সৌভিক রায়,,বীরভূম: বীরভূম এই জেলা লালমাটির জেলা। বীরভূম মূলত একদিকে যেমন ধান এবং সবজির জন্য বিখ্যাত ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে তাঁত শিল্পের জন্যও বিখ্যাত। বীরভূমের মধ্যে অবস্থিত বসোয়া,বিষ্ণুপুর,মারগ্রাম মূলত অনেটাই তাঁত শিল্পের ওপর নির্ভরশীল। তবে এর পাশাপাশি বীরভূমে রয়েছে আরও এক তাঁতগ্রাম। এই গ্রামকে তাঁত গ্রাম নাম দেওয়া রয়েছে অন্য এক কারণ। বীরভূমের লাভপুরের আবাডাঙা গ্রামে তাঁত শিল্পীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে বড়ো হ্যান্ডলুম ঘর।যেখানে অনেক তাঁত শিল্পীরা একসঙ্গে তাঁত বুনতে পারছেন।
অতীতে বাংলায় উল্লেখযোগ্য বস্ত্রশিল্প ছিল বালুচরী,তসর,মসলিন,তাঁত প্রভৃতি। তাঁত মূলত একটি কুটির শিল্প।নদিয়ার শান্তিপুর ও হুগলির ধনেখালি মূলত তাঁত শিল্পের পীঠস্থান বলে চিহ্নিত হলেও এর বাইরেও বিভিন্ন জায়গার মানুষের জীবন জীবিকা এই তাঁত শিল্পকে ঘিরে। আজও বীরভূমের এমন অনেক গ্রাম রয়েছে যেই গ্রামে সকাল থেকেই মাকুর সেই ঠকঠক শব্দ শোনা যায়।
advertisement
সেই গ্রামের নাম আবাডাঙা। বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত এই গ্রামে এখনও পর্যন্ত প্রায় ১৫০ ঘরের মানুষের মূল জীবিকা এই তাঁত শিল্প। বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসা এই শিল্পকেই এখনও তারা টিকিয়ে রেখেছেন মূলত পেটের দায়ে। অন্যদিকে নিত্যদিন আমরা বিভিন্ন অনলাইন মাধ্যমে বিভিন্ন ধরনের জামাকাপড়ের অর্ডার দিয়ে থাকি। তবে আপনি কি জানেন অনলাইন এর মাধ্যমে যে জামাকাপড় অর্ডার দিচ্ছেন, সেগুলি তৈরি হচ্ছে এই বাংলায়? হয়তো অনেকেই জানেন না কোথায় তৈরি হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন : সপ্তাশ্বচালিত রথে আসীন বিগ্রহ, ছোট্ট ছুটিতে দেখতে আসুন মুর্শিদাবাদের শতাব্দী প্রাচীন সূর্য মন্দির
মূলত বীরভূমের লাভপুর আবাডাঙা গ্রামের তাঁত শিল্পীরা নিজের হাতে অথবা মেশিনের দ্বারা দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন এই সমস্ত জামাকাপড়। আবাডাঙা গ্রামের এক ব্যাবসায়ী জানান তাঁদের কাছেই তৈরি হচ্ছে পাঞ্জাবি,ধুতি, কুর্তি,গামছা,রুমাল থেকে শুরু করে দম্পতিদের জন্য এক ধরনের ডিজাইনের জামা কাপড়। আর সেই সমস্ত জামাকাপড় বেসরকারি অনলাইন সংস্থার মাধ্যমে পৌঁছে যাচ্ছে বাড়ি। তবে এবার আপনি যদি বিভিন্ন ডিজাইনে জামা কাপড় নিজে পছন্দ করে কিনতে চাইছেন তাহলে চলে আসুন বীরভূমের এই গ্রামে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Shopping: তাঁতঘরের ব্যস্ততা এখন তুঙ্গে! পুজোর বাহারি পোশাক তৈরি হচ্ছে লালমাটির গ্রামের ঘরে ঘরে