Durgapur News: মেলার মাঠে শাড়ির দোকান, কিন্তু বাংলাদেশের ওটা কী! দুর্গাপুর উৎসবে শোরগোল, চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Durgapur News: বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু উপর অত্যাচারের ঘটনায় ভারতের মানুষ একজোট হয়ে প্রতিবাদে সরব হয়েছে।
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: উৎসবে বাংলাদেশের ব্যবসায়ীর দোকানে বাংলাদেশের পতাকা লাগানোকে কেন্দ্র করে বিতর্ক। দুর্গাপুরে বাংলাদেশের শাড়ির দোকানের স্টলে বিজ্ঞাপনের ফ্লেক্সে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি নিয়ে শোরগোল পড়ল।
বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু উপর অত্যাচারের ঘটনায় ভারতের মানুষ একজোট হয়ে প্রতিবাদে সরব হয়েছে। সেই তখনই দুর্গাপুর উৎসবের স্টলে বাংলাদেশের শাড়ির দোকানের স্টলের বিজ্ঞাপনের ফ্লেক্সে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি থাকায় বিতর্ক দেখা দেয়।
আরও পড়ুন: ট্রেনে যাচ্ছেন! নদিয়ায় যা ঘটল, ট্রেনে আর কোনওদিন অপরিচিত কারও সঙ্গে কথা বলবেন না! শুনে শিউরে উঠবেন
advertisement
advertisement
দ্বিতীয় বছরের দুর্গাপুর উৎসব শুরু হয়েছে রাজীব গান্ধি স্মারক ময়দানে। যে মাঠে স্টল দিয়েছে বাংলাদেশের শাড়ির দোকানও। দোকান মালিকের দাবি, তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এই মেলাতে এসেছেন। দুর্গাপুর উৎসব কমিটির সদস্য লক্ষ্মণ ঘোষালের দাবি, তারা এই ঘটনার খবর আগে জানতেন না। তবে, জানা মাত্রই স্টল থেকে বাংলাদেশের পতাকার বিজ্ঞাপনের ফ্লেক্স সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2024 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur News: মেলার মাঠে শাড়ির দোকান, কিন্তু বাংলাদেশের ওটা কী! দুর্গাপুর উৎসবে শোরগোল, চমকে উঠবেন শুনে