একই কলেজের ৭! কেউ পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার, কেউ আবার রাজ্যের! জানেন কোন কলেজের শিক্ষকরা গড়লেন এমন নজির

Last Updated:

রাষ্ট্রপতি পুরস্কারের জন্য এবার মনোনীত হলেন একই প্রতিষ্ঠানের দুই শিক্ষক। এখানেই শেষ নয়, জাতীয় স্তরের পাশাপাশি রাজ্যস্তরেও সেরা সম্মাননা পেতে চলেছেন ওই কলেজের আরও পাঁচ শিক্ষক।

+
দুর্গাপুর

দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ

দীপিকা সরকার, দুর্গাপুর: শহর দুর্গাপুরে প্রথমবার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের মুকুটে জুড়তে চলেছে জোড়া পালক। রাষ্ট্রপতি পুরস্কারের জন্য এবার মনোনীত হলেন একই প্রতিষ্ঠানের দুই শিক্ষক। এখানেই শেষ নয়, জাতীয় স্তরের পাশাপাশি রাজ্যস্তরেও সেরা সম্মাননা পেতে চলেছেন ওই কলেজের আরও পাঁচ শিক্ষক। দুর্গাপুর গভর্ণমেন্ট আইটিআই কলেজে যেন জ্বলজ্বল করছে একগুচ্ছ নক্ষত্র। শিক্ষক দিবসে এবার দুর্গাপুর আইআইটি কলেজের জয় জয়কার। ইতিমধ্যেই ২০২৩ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন ওই কলেজেরই ইলেকট্রিশিয়ান ট্রেডের ইন্সট্রাক্টর রমেশ রক্ষিত।
এবার আরও  দুই শিক্ষক সুকান্ত কোনার ও  ইন্দ্রনীল মুখোপাধ্যায় ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’ এর জন্য মনোনীত হয়েছেন। ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় থেকে ওই দুইজন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন। নিউ দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ওই দুই শিক্ষকের একজন সহ কলেজের আরও চার জন অর্থাৎ মোট পাাঁচ জন শিক্ষক পেতে চলেছেন রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দফতরের তরফ থেকে ‘শ্রেষ্ঠত্ব সন্মান’।
advertisement
advertisement
ওই পাঁচজন  শিক্ষক হলেন, জন অ্যান্থনি কুপার, তিনি ফিটার। রমেশ রক্ষিত, তিনি ইলেকট্রিশিয়ান ইন্সট্রাক্টর। গত ২০২৩ – এ তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন।অসীম কুমার মুখোপাধ্যায়, তিনি যন্ত্রবিদ। ইন্দ্রনীল মুখোপাধ্যায়, তিনি ডিজেল মেকানিক এবং অংশুমান সাহা, তিনি ওই কলেজের রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং বিভাগের ইন্সট্রাক্টর। ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় থেকে চলতি বছরে ভারতবর্ষে মোট ১৬ জন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মানে সন্মানিত করা হবে। তার মধ্যে দু’জন শিক্ষক পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আইটিআই-এর। স্বাভাবিক ভাবেই কলেজ তথা দুর্গাপুরের গর্ব তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষক ইন্দ্রনীলবাবু বলেন, “আমরা কলেজের পড়ুয়াদের শিক্ষা প্রদান করতে সর্বক্ষণ তৎপর থাকি। আমরা দু’জন যেমন রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছি। পাশাপাশি আমি রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করতে চলেছি। এছাড়াও আমাদের আরও চার জন শিক্ষক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেতে চলেছেন।আমাদের উপ-অধিকর্তা অরিন্দম আচার্য মহাশয়ের সর্বোপরি সহযোগিতায় আমরা এই সন্মানে সন্মানিত হতে চলেছি।
advertisement
কলেজের উপ-অধিকর্তা অরিন্দম আচার্য বলেন, “আমাদের দু’জন শিক্ষক জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন। পাশাপাশি পাঁচ জন শিক্ষক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পাচ্ছেন। তাঁরা পশ্চিমবঙ্গ তথা পশ্চিম বর্ধমান জেলার গর্ব। আমাদের কলেজ স্বাভাবিক ভাবেই গর্বিত।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই কলেজের ৭! কেউ পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার, কেউ আবার রাজ্যের! জানেন কোন কলেজের শিক্ষকরা গড়লেন এমন নজির
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement