সোনাইমুইয়ে অভিনব গণেশ পুজো, মণ্ডপ সেজেছে আলাদা রূপে! পুজোকে কেন্দ্র করে মিলন মেলা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের সোনামুই এলাকায় এবার গণেশ পুজো ঘিরে তৈরি হয়েছে অভিনব আবহ। চমকপ্রদ দিক হল—এই পুজোর মূল আয়োজক একজন মূর্তি ব্যবসায়ী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দাসপুরের সোনামুই এলাকায় এই পুজো এখন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষ— প্রত্যেকেই এসে ভিড় জমান। গণেশ বাবুর কথায়, “সাধারণ মানুষের ভালবাসাই আমাকে এই পুজো চালিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।” ভক্তি আর আনন্দ মিলেমিশে পুজোর দিনগুলোতে সোনামুই যেন উৎসবের রূপ নেয়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )