মোবাইলে চার্জ দিয়ে কথা বলার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবতীর
Last Updated:
মোবাইল চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিল বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায় (২২)। চার্জ অবস্থায় থাকার কারণে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বাড়িতে ।
#দুর্গাপুর: মোবাইল চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিল বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায় (২২)। চার্জ অবস্থায় থাকার কারণে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বাড়িতে । প্রায় নব্বই শতাংশ দেহ পুড়ে যায় ওই যুবতীর । পুড়ে যায় ঘরের আসবাবপত্রও ।
যুবতীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে । অগ্নিদগ্ধ অবস্থায় তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । পরে হাসপাতালে মৃত্যু হয় তার।
দুর্ঘটনার সময় যুবতী বাড়িতে একাই ছিল । মা অঙ্গনওয়াড়ি কর্মী, বাড়িতে ছিলেন না । একমাত্র বোনও ছিল স্কুলে । প্রতিবেশীরা সূত্রে জানা গেছে সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল রিয়ার ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2019 7:31 PM IST