West Bardhaman News : উৎসবের আয়োজন করে দিয়ে ওঁরা থাকেন আড়ালে! দুর্গাপুরে এবার তাঁরা পেলেন সম্মান
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
প্রচারের বাইরে থাকেন তারা। এবার সেই মানুষগুলির হাতে শারদ সম্মান তুলে দিল দুর্গাপুরের ক্লাব সমন্বয়।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : উৎসবকে উৎসবের রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেন তারা। নিঃশব্দে চালিয়ে যান নিজেদের কাজ। তাদের জন্যই সুন্দর হয়ে ওঠে উৎসবের মুহূর্ত। কিন্তু উৎসব মুখর মুহূর্তে প্রচারের বাইরে থাকেন তারা। আর এবার সেই সমস্ত মানুষগুলির হাতে শারদ সম্মান তুলে দিল দুর্গাপুরের ক্লাব সমন্বয়। বিশেষ চিন্তা ভাবনা থেকেই অভিনব এই উদ্যোগ।
বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই উৎসবকে রূপ দিতে পরিশ্রম থাকে মন্ডপশিল্পী, প্রতিমা শিল্পী, আলোক শিল্পীদের। পতিতাপল্লীর মাটি ছাড়া তৈরি হয় না দেবীর মূর্তি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেরা মন্ডপ, সেরা প্রতিমা, সেরা থিম এর জন্য পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তা ক্লাবগুলির হাতে। তবে যাদের জন্য এই কাজ সফল হয়েছে, তারা থেকে যেন অনেকটা দূরে।
advertisement
advertisement
সেই কারণে দুর্গাপুর ক্লাব সমন্বয় এই সমস্ত মানুষগুলিকে অর্থাৎ প্রতিমা শিল্পী, মন্ডপ শিল্পী, আলোক শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু করে। তারপরেই দুর্গাপুরের একটি শপিংমলের সামনে এই শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সম্মানিত করা হয়েছে পতিতালয়ের কর্মীদেরও।
advertisement
উল্লেখ্য, বছর তিনেক আগেই পথ চলা শুরু করে দুর্গাপুর ক্লাব সমন্বয়। তাদের আয়োজিত অন্যরকমের অনুষ্ঠান বারবার সাধুবাদ কুড়িয়েছে। মানুষের নজর কেড়েছে। এবারে পুজোয় অঙ্গাঙ্গিকভাবে যুক্ত কিন্তু প্রচারের বাইরে থাকা মানুষগুলির হাতে পুরস্কার তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তারা। যা দেখে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 22, 2024 3:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : উৎসবের আয়োজন করে দিয়ে ওঁরা থাকেন আড়ালে! দুর্গাপুরে এবার তাঁরা পেলেন সম্মান








