West Bardhaman News : পুরস্কার পাবেন শহরের সেরা ব্যক্তিরা, প্রথমবার দুর্গাপুর সম্মান! প্রাপকের তালিকায় কারা

Last Updated:

দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে দুর্গাপুর সম্মান তুলে দেওয়া হবে।

+
প্রতিকী

প্রতিকী ছবি।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : শহরের সেরা ব্যক্তিদের দেওয়া হবে পুরস্কার। যারা দেশ তথা বিশ্বের দরবারে ইস্পাতনগরী দুর্গাপুরের নাম উজ্জ্বল করেছেন, অথবা এমন কিছু প্রতিভাবান মানুষ, যারা আগামী দিনের শহরের নাম আরও উজ্জ্বল করতে পারেন, তাদের এবার দেওয়া হবে পুরস্কার। উদ্যোগপতিদের দেওয়া হবে দুর্গাপুর সম্মান। প্রতিভাবানদের সম্মানিক হিসেবে দেওয়া হবে এক লক্ষ টাকা। চলতি বছরে প্রথমবারের জন্য আয়োজন করা হয়েছে দুর্গাপুর সম্মানের। আগামী সেপ্টেম্বর মাসের ১ তারিখে প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে দুর্গাপুর সম্মান। অনুষ্ঠানের আয়োজন করা হবে সৃজনী প্রেক্ষাগৃহে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে দুর্গাপুর সম্মান তুলে দেওয়া হবে প্রাপকদের হাতে। ইতিমধ্যে এই বিষয়ে একটি বৈঠক হয়েছে। দুর্গাপুর সম্মান অনুষ্ঠান প্রসঙ্গে বিস্তারিত বলতে গিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানিয়েছেন, যারা শহরের নাম উজ্জ্বল করেছেন, এমন তিনজন উদ্যোগপতির হাতে তুলে দেওয়া হবে দুর্গাপুর সম্মান। যার মধ্যে একজন এমন থাকবেন, যিনি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিপ্লব এনেছেন। স্টার্ট-আপ করে চমকে দেওয়ার সাফল্য পেয়েছেন, এমন একজনও থাকবেন পুরস্কার প্রাপকের তালিকায়।
advertisement
advertisement
তাছাড়াও সমস্ত বিষয়ে মিলিয়ে আরও একজন এই দুর্গাপুর সম্মান পাবেন। অন্যদিকে,দুর্গাপুর সম্মানের অনুষ্ঠানে আরও পাঁচজনকে সম্মানিত করা হবে। সেই তালিকায় থাকছেন এমন পাঁচজন, যারা আগামী দিনের শহরের নাম আরও উজ্জ্বল করতে পারেন। সেখানে একাডেমিক হোক অথবা খেলাধুলো, যে কোনও বিষয়ে এমন পাঁচজন প্রতিভাবানের হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হবে সাম্মানিক হিসেবে।
advertisement
এই বিষয়ে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে। যেখানে এডিডিএ’র চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুরের মহকুমা শাসক। দুর্গাপুরের সম্মানের অনুষ্ঠানকে সাধু উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যদিও কারা এই পুরস্কার পাবেন, সেই তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তবে তালিকা তৈরির জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ কমিটি।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : পুরস্কার পাবেন শহরের সেরা ব্যক্তিরা, প্রথমবার দুর্গাপুর সম্মান! প্রাপকের তালিকায় কারা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement