Durgapur: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার পঞ্চম ও শেষ অভিযুক্তও, পুলিশের জালে শেখ শফিক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
ওড়িশার পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার বেড়ে পাঁচ। মোবাইল টাওয়ার ট্র্যাক করে পুলিশের জালে শেখ শফিক। সোমবার বেলার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। আগেই পাকড়াও করা হয় আরও ৪ অভিযুক্তকে। নির্যাতিতার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে
দুর্গাপুর: ওড়িশার পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার বেড়ে পাঁচ। মোবাইল টাওয়ার ট্র্যাক করে পুলিশের জালে শেখ শফিক। সোমবার বেলার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। আগেই পাকড়াও করা হয় আরও ৪ অভিযুক্তকে। নির্যাতিতার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে রবিবার গ্রেফতার করা হয় ৩ জনকে, আটক ১ জন। তদন্তকারীদের নজরে দেড় ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ। শুক্রবার রাতে এই মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে। থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ।
advertisement
শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেফতার করা হয় তিনজনকে, অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৭টা ৫৮-এ ছাত্রী এবং তাঁর সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত ৮টা বিয়াল্লিশ-এ মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। ৮টা ৪৮-এ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।
advertisement
advertisement
৯টা উনত্রিশে ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তাঁর সহপাঠী বন্ধু। রাত ৯টা একত্রিশে গার্লস হোস্টেলে ঢোকেন ছাত্রী। এরপরেই সহপাঠীদের জানায়। থানায় অভিযোগ করে। অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 1:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার পঞ্চম ও শেষ অভিযুক্তও, পুলিশের জালে শেখ শফিক