পুজোর আগে বাজার কাঁপাচ্ছে ফোর ডি রোন্ড, গঙ্গা যমুনা, বিন্দু মাসি! জানুন এসব কী...
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
বাজার কাঁপাচ্ছে ফোর ডি, গঙ্গা যমুনা ও বিন্দু মাসি। নাম শুনেই ভাবতে শুরু করেছেন এসব কী! এসব কী জানতে হলে অবশ্যই দেখতে আমাদের এই প্রতিবেদন...
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: বাজার কাঁপাচ্ছে ফোর ডি রোন্ড এবং গঙ্গা যমুনা সহ বিন্দুমাসী! পুজোর কেনাকাটার প্ল্যান করছেন, কোথায় যাবেন এবং কী কিনবেন সেই নিয়ে ভাবনাচিন্তা চলছে! এবার পুজোয় তাঁত নেবেন ভাবছেন! তাহলে আপনার জন্য রয়েছে- ফোর ডি রোন্ড, গঙ্গা যমুনা ও বিন্দু মাসি! কোথায় গেলে পাবেন এই শাড়িগুলি, জানতে হলে দেখতে হবে আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি, এবার পুজোয় বিশাল বাজার করেছে এই শাড়িগুলি! পুজোর আগে এই শাড়ি বানানোর কাজে ব্যস্ত তাঁত শিল্পীরা।
বাঁকুড়ার সোনামুখীর অতি প্রাচীন ও বিখ্যাত শিল্প হল তাঁত শিল্প এই শিল্প এখানকার এক ঐতিহ্য, এই তাঁত বুনে রুজি রোজগার করেন এখানকার শিল্পীরা! সারা বছর ধরে দুর্গাপুজোর আশায় থাকেন এখানকার শিল্পীরা কারণ এই পুজোতে বাড়তি উপার্জনের মুখ দেখেন তারা! এই বছরও তাঁত শিল্পীরা পুজোর আগে তাঁত বুনতে ব্যস্ত, বাজারে মেশিনে তৈরি নিত্যনতুন বিভিন্ন রকমের শাড়ি এলেও এই পুজোতে এখানকার তাঁতের চাহিদা দারুণ। বিশেষ করে নজর কাটছে ফোর ডি রোন্ড, গঙ্গা যমুনা ও বিন্দু মাসি!
advertisement
advertisement
ফোর ডি রোন্ড, গঙ্গা যমুনা ও বিন্দু মাসি আসলে শাড়ির নাম, এই তাঁতের শাড়িগুলি এবারের পুজোয় নতুন, যা নজর কাড়ছে সকলের, বাজারেও এর চাহিদা রয়েছে দারুণ। দেখলে আপনারও নিতে মন যাবে এই শাড়িগুলি! চার থেকে ছয় হাজার দামে শুরু হচ্ছে এই শাড়িগুলি! বাঁকুড়ার সোনামুখী থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে এই তাঁতের শাড়িগুলি, দোকানের বিভিন্ন রকমের শাড়ির সঙ্গে এবার পুজোয় টেক্কা দিচ্ছে এই তাঁতের শাড়িগুলি! যার নাম ফোর ডি রোন্ড, গঙ্গা যমুনা বা বিন্দু মাসি!
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁত শিল্পীদের কাজের ব্যস্ততা তুঙ্গে এই ব্যস্ততা সামাল দিতে শিল্পীদের কাজে হাত লাগাচ্ছে পরিবারের মহিলারাও! সকাল থেকে রাত পর্যন্ত নেওয়া খাওয়া ভুলে তাঁত বুনছেন সোনামুখীর তাঁত শিল্পীরা! এই শাড়ি মহাজনের হাত ধরে চলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার পুজোয় সোনামুখীর অধিকাংশ শিল্পীরাই বানাচ্ছেন এই শাড়িগুলি, কারণ এবার পুজোয় বাজার করেছে এই শাড়িগুলি বিশাল চাহিদা রয়েছে এই শাড়িগুলির! বাজারে মেশিনে তৈরি বিভিন্ন রকমের নিত্যনতুন শাড়ি আসার ফলে সোনামুখীর হাতে তৈরি তাঁতের শাড়ির চাহিদা কমলেও এবার পুজোয় বাজার কাঁপাচ্ছে ফোর ডি রোন্ড, গঙ্গা যমুনা ও বিন্দু মাসি!
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আগে বাজার কাঁপাচ্ছে ফোর ডি রোন্ড, গঙ্গা যমুনা, বিন্দু মাসি! জানুন এসব কী...