Durga Puja Special: কী দিয়ে তৈরি দুর্গামূর্তি? শিল্পী জয়মাল্যের এবারের বিশেষ চমক, দেখলেই চোখ জুড়িয়ে যাবে

Last Updated:

প্রায় সাড়ে পাঁচ'শ বেলপাতা ব্যবহার করে গড়ে উঠেছে এই অনন্য প্রতিমা, যা ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার ঝড় তুলেছে।

+
বেল

বেল পাতার দুর্গা 

সোনারপুর: বেলপাতার দুর্গা প্রতিমা বানিয়ে চমক সোনারপুরের জয়মাল্যের সৃজনশীলতার জাদুতে আবারও চমক দেখালেন সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা জয়মাল্য মন্ডল। এ বছর তিনি তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা—যা পুরোপুরি তৈরি হয়েছে বেলপাতা দিয়ে। প্রায় সাড়ে পাঁচ’শ বেলপাতা ব্যবহার করে গড়ে উঠেছে এই অনন্য প্রতিমা, যা ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার ঝড় তুলেছে।
সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকেই শিল্পপ্রেমী। কোনও প্রথাগত প্রশিক্ষণ না নিয়েও নিজের কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে প্রতিবারই নতুনভাবে তৈরি করেন দুর্গা প্রতিমা। এর আগে দেশলাই কাঠি, তেজপাতা, এমনকি মাটি দিয়েও প্রতিমা বানিয়ে সকলকে তাক লাগিয়েছেন তিনি। এবার বেলপাতা দিয়ে তৈরি প্রতিমাই তাঁর নতুন সংযোজন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
পাতাগুলি শুকিয়ে না যায়, সেই কারণে বিশেষভাবে রং করে সংরক্ষণ করা হয়েছে। শুধু প্রতিমাই নয়, ছোটবেলা থেকেই জয়মাল্যের কল্পনার জগতে তৈরি হয়েছে নানা শিল্পকর্ম। কখনও এটিএম মেশিন, কখনও ট্রেন, আবার কখনও তাজমহল—সবই বানিয়েছেন নিজের হাতে।
advertisement
জয়মাল্যের প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। তাঁর তৈরি প্রতিমা স্থান পেয়েছে বাড়ির ঠাকুরের আসনের কাছেই। পুজোর সময় সমস্ত নিয়ম মেনেই সেখানে দেবীর আরাধনা হয়। পরিবারের সদস্যরা জয়মাল্যের এই অনন্য প্রতিভায় ভীষণ খুশি ও গর্বিত। তাঁদের আশা, সামনে আরও বড় মঞ্চে পৌঁছাবে এই প্রতিভা। জয়মাল্যের এই উদ্যোগ প্রমাণ করে, দুর্গাপুজো শুধু ভক্তির উৎসব নয়, শিল্প ও কল্পনার এক বিস্ময়কর মেলবন্ধনও। এবারের পুজোয় তাই বেলপাতার দুর্গাই হয়ে উঠেছে সোনারপুরের অন্যতম আকর্ষণ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Special: কী দিয়ে তৈরি দুর্গামূর্তি? শিল্পী জয়মাল্যের এবারের বিশেষ চমক, দেখলেই চোখ জুড়িয়ে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement