পুজোর বাকি আর এক মাস, বৃষ্টির মধ্যেই জোরকদমে চলছে প্রতিমার সাজ তৈরির কাজ
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Durga Puja: এবার তাঁদের হাতে প্রচুর অর্ডার। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, অসম, আগরতলা সহ দেশের বিভিন্ন রাজ্যের মৃৎশিল্পীদের অর্ডার রয়েছে তাঁর কাছে
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি প্রায় এক মাস। সর্বত্রই চলছে পুজোর প্রস্তুতি। তবে বৃষ্টিতে মাঝে বাধা পড়ছে। তবে সেই সব বাধা তুচ্ছ করেই হচ্ছে সবকি। সবার আগে যে কাজটি শুরু হয়েছে তা হল দুর্গাপ্রতিমার সাজ তৈরি করার কাজ। নবদ্বীপ শহরে দেখা গেল সেই দৃশ্য।
বিভিন্ন অঞ্চলে সাজ তৈরির কাজে ব্যস্ত থাকা শিল্পীদের এখন দম ফেলার ফুরসত নেই। তাঁদের অনেকেই কাজ শুরু করেছেন চৈত্র ও বৈশাখ মাস থেকে। নবদ্বীপ শহরের সাজ তৈরির অন্যতম প্রতিষ্ঠান রানিরঘাট বৈষ্ণবপাড়ার গোপাল শিল্পাগারে এখন দিনরাত চলছে প্রতিমার সাজ তৈরির কাজ।
আরও পড়ুন: পড়ুয়াদের কাঁধে বাজারের ব্যাগ! মিড ডে মিলের বাজার বয়ে আনছে খুদেরা, কী বলছেন প্রধান শিক্ষক?
এবারের প্রস্তুতি সম্পর্কে সাজ শিল্পী আনন্দ দাস জানান, এবার তাঁদের হাতে প্রচুর অর্ডার। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, অসম, আগরতলা সহ দেশের বিভিন্ন রাজ্য ও শহরে থেকে মৃৎশিল্পীদের অর্ডার রয়েছে তাঁর কাছে। সেই চাহিদা অনুযায়ী তাঁদের কাজ চলছে পুরোদমে। বেশকিছু সাজ ইতিমধ্যেই পাঠিয়েও দেওয়া হয়েছে। কিন্ত, এই মুহূর্তে কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে টানা বৃষ্টি।
advertisement
advertisement
গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় জিনিসপত্র শুকোতে সমস্যা হচ্ছে। এই আবহাওয়া একদিকে যেমন সাজ তৈরির কাজে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যে দক্ষ কারিগরদের হাতে সাজের বিভিন্ন অংশ তৈরি হয়, এই প্রবল বৃষ্টিতে তাঁদের যাতায়াতেও ব্যাপক সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে বাকি কটাদিন দিন-রাত এক করে কাজ করে পরিস্থিতি সামলাতে হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পীরা জানিয়েছেন, পুজো যত এগিয়ে আসবে তত এই ব্যস্ততা বাড়বে। এরপর হয়ত নাওয়া খাওয়া ভুলে শুধু কাজ আর কাজ। পরিস্থিতি সামলাতে শিল্পীদের পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে হাত লাগিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 8:29 PM IST