Durga Puja Feature 2023: ঢাকি গ্রাম! এখানে পুরুষরা নয়, ঢাক বাজান মহিলারা! বিদেশেও ছড়িয়েছে নাম!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Durga Puja Feature 2023: দেশের বাইরে ছড়িয়েছে এই গ্রামের মহিলা ঢাকিদের নাম! জানুন
উত্তর ২৪ পরগনা: রেল বস্তির তকমা হটাতে, পাশাপাশি স্বনির্ভর করার লক্ষ্যে স্থানীয় কয়েকজন মহিলা ও গৃহবধূদের নিয়ে লড়াইয়ে নেমেছিলেন বাদ্যকার শিবপদ দাস। দীর্ঘ প্রচেষ্টার পর কয়েক বছরে অনেকটাই বদলে গিয়েছে এলাকার ছবি। এখন আর রেল বস্তি নয়, সকলেই চেনেন মহিলা ঢাকিপাড়া নামে। আর এই বস্তির নাম বদলের মধ্যে দিয়েই আজ অনেকটাই স্বনির্ভর মছলন্দপুর রেল কলোনির প্রায় ৫০ থেকে ৬০ জন মহিলা। যার মধ্যে রয়েছে গৃহবধূ, কলেজ ছাত্রী এমনকি ষষ্ঠ, সপ্তম শ্রেণির ছাত্রীরাও। কিছুটা অবাক হলেও, এমনটাই বাস্তবে রূপ নিয়েছে মসলন্দপুর এলাকায়।
স্থানীয় ভূদেব স্মৃতি বিদ্যালয়ের এখন বেশ কয়েকজন ছাত্রী কাঁধে তুলে নিয়েছে ঢাক। রেললাইন পার্শ্বস্থ প্রশিক্ষণ কেন্দ্রে, শিবপদ দাস এর কাছে এখন পড়াশোনার ফাঁকে নিয়ম করে চলছে ঢাকের বোল তোলার তালিম। স্কুল, টিউশন, পড়াশোনার ফাঁকেও সময় বার করে ছাত্রীরা হাজির হন এই ক্লাসে। পাশাপাশি এলাকার গৃহবধুরাও কাঁধে কাঁধ মিলিয়ে আজ হয়ে উঠেছেন পেশাদার ঢাকি। পুজোর আর বাকি মাত্র হাতে গোনা কয়েকদিন। তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের বিভিন্ন ধরনের ঢাকের বোল ঝালিয়ে নেওয়ার কাজ।
advertisement
আরও পড়ুন:
advertisement
আর সেখানেই দেখা গেল গৃহবধূ মহিলাদের পাশাপাশি ছাত্রীদেরও ঢাক কাঁধে তুলে নানান তালে উচ্ছ্বাস প্রকাশ করতে। ঢাক কাঁধে তুলে কয়েক বছর ধরে মহিলাদের এই লড়াই আজ বদলে দিয়েছে এলাকার পরিবেশও। সংসার সামলে দুপুর গড়িয়ে বিকেল হলেই প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হন সকলে। পাশ দিয়ে যাওয়া লোকাল ট্রেনের হর্নকেও তখন হার মানায় ঢাকের বোলের আওয়াজ।
advertisement
আর এই ঢাক বাজানোর মধ্যে দিয়েই স্বনির্ভর হয়ে উঠেছেন এই সকল গৃহবধূ মহিলা এমনকি ছাত্রীরাও। সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠানে ডাক আসে এই মহিলা ঢাকিদের। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে তালিম নেওয়া মহিলা ঢাকি রুমা দালাল বিশ্বাস সুদূর বিদেশের সুইৎজারল্যান্ডেও ঢাক বাজানোর জন্য পাড়ি দিয়েছিলেন। রেললাইন পাশেরকলোনিতে বাস করেও, আজ সকলেই মাথা উঁচু করে গর্ব অনুভব করেন এই ঢাক শিল্পকে তুলে ধরার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও মিলেছে সাহায্য। মছলন্দপুর রেললাইন পার্শ্বস্থ ঢাকিপাড়ায় গড়ে তুলেছেন নিজেদের সংগঠন। এবছর ভিন রাজ্যের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছে মহিলা ঢাকিদের ডাক। বিশ্ববাংলার অনুষ্ঠানেও অংশ নেবেন মছলন্দপুরের এই মহিলা ঢাকিরা। রেল বস্তির নাম বদলে মহিলাদের ঢাক কাঁধে এই সাফল্যকে আজ কুর্নিশ জানাচ্ছে এলাকার সর্বস্তরের মানুষই।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 11:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Feature 2023: ঢাকি গ্রাম! এখানে পুরুষরা নয়, ঢাক বাজান মহিলারা! বিদেশেও ছড়িয়েছে নাম!