Durga Puja: দুর্গাপুজোয় বেনারস যাওয়ার প্ল্যান? ইচ্ছে থাকলেও, টাকা নেই! ঘুরে আসুন মেদিনীপুরের ‘এই’ জায়গায়, সন্ধ্যারতি-ঘাট ভ্রমণের শখ মিটবে

Last Updated:

Durga Puja: এ বছর কাশী বা বেনারস যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের সেই ইচ্ছা পূরণ করতে পারবেন একেবারে এগরাতেই। শুধু মণ্ডপ নয়, থাকছে মনোমুগ্ধকর আলোকসজ্জা ও সাউন্ড শো, যা দর্শনার্থীদের নিয়ে যাবে এক অন্য জগতে।

+
বেনারস

বেনারস ঘাট

এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: দুর্গোৎসব মানেই বাঙালির কাছে নতুন থিম, আলো ঝলমলে মণ্ডপ আর চোখ ধাঁধানো শিল্পকলা। প্রতিবছরই জেলার বিভিন্ন পুজো কমিটি দর্শনার্থীদের নতুন চমক দিয়ে তাক লাগিয়ে দেয়। তারই ধারাবাহিকতায় এবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার নবরূপ ক্লাব নিয়ে আসছে এক অনন্য থিম, বেনারস ঘাট। যারা এ বছর কাশী বা বেনারস যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের সেই ইচ্ছা পূরণ করতে পারবেন একেবারে এগরাতেই। শুধু মণ্ডপ নয়, থাকছে মনোমুগ্ধকর আলোকসজ্জা ও সাউন্ড শো, যা দর্শনার্থীদের নিয়ে যাবে এক অন্য জগতে।
এগরার নবরূপ ক্লাবের পুজো এবছর ২০ বছরে পদার্পণ করল। এই দুই দশকে ক্লাবটি জেলার মানুষের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতিবছর তারা অভিনব থিম ও শিল্পকলার মাধ্যমে পুজোপ্রেমীদের মন জয় করে নেয়। একাধিকবার তাদের ঝুলিতে এসেছে সেরা পুজোর শিরোপা। মণ্ডপে দর্শনার্থীদের ভিড় থাকে লক্ষাধিক। এ বছরও সেই ধারাবাহিকতায় তারা দর্শকদের উপহার দিচ্ছে বেনারস ঘাটের থিম, যা তৈরি হচ্ছে বাঁশ, কাঠ, কাপড়, রঙিন আলোকসজ্জা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে।
advertisement
আরও পড়ুনঃ শুধু তারাপীঠে নয়! এই জেলাতেও রয়েছে মা তারা মন্দির, ঘুরে আসুন কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে
দূর রাজ্যে বেনারসের ঘাট এবার মিলবে এগরাতেই। ভোর থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বেনারসের ঘাটের পরিবেশ, আর সেই সঙ্গে সাউন্ড শো-এর মাধ্যমে মিলবে গঙ্গার আরতি, শঙ্খধ্বনি আর ভক্তিমূলক সংগীতের আবহ। শুধু প্যান্ডেল নয়, আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। রঙিন আলো আর থিম-ভিত্তিক সাজসজ্জা দর্শকদের নিয়ে যাবে একেবারে উত্তর ভারতের বেনারস ঘাটের আবহে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জমেছে গাঢ় মেঘ, কিছুক্ষণেই ফের ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি, বইবে দামাল হাওয়া! কলকাতা-সহ কোন কোন জেলায় অতি দুর্যোগ, জানিয়ে দিল আলিপুর
দুর্গোৎসব মানেই শুধু দেবী আরাধনা নয়, এ উৎসব বাঙালির কল্পনা আর সৃজনশীলতারও উৎসব। সেই কল্পনাকেই বাস্তব রূপ দিচ্ছে এগরার নবরূপ ক্লাব। এবছর বেনারস ঘাটকে কেন্দ্র করে তৈরি এই প্যান্ডেল শুধু দর্শনার্থীদের চোখ ধাঁধান অভিজ্ঞতা দেবে না, বরং বাড়িয়ে তুলবে উৎসবের জৌলুসও।বলা যায়, যারা এবার কাশী বা বেনারস যেতে পারেননি, তাদের স্বপ্নপূরণ করবে এই পুজো। আর এইভাবেই নবরূপ ক্লাব আবারও প্রমাণ করছে, দুর্গোৎসব মানেই নতুন চমক, নতুন ভাবনা, আর অনবদ্য শিল্পসৃষ্টি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja: দুর্গাপুজোয় বেনারস যাওয়ার প্ল্যান? ইচ্ছে থাকলেও, টাকা নেই! ঘুরে আসুন মেদিনীপুরের ‘এই’ জায়গায়, সন্ধ্যারতি-ঘাট ভ্রমণের শখ মিটবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement