Durga Puja 2025: পুজোয় যানজট এড়াতে জেলা জুড়ে একাধিক রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি,জানুন বিস্তারিত

Last Updated:

Durga Puja 2025: ২৫ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত রাজ্যে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো উদযাপনের পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট এলাকার বিভিন্ন অংশে যান চলাচল নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশিকা 
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশিকা 
দুর্গাপুর, দীপিকা সরকার: ২৫ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত রাজ্যে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো উদযাপনের পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট এলাকার বিভিন্ন অংশে যান চলাচল নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুজোয় আসানসোলে ঠাকুর দেখার প্ল্যান থাকলে জেনে রাখুন বিকেল ৪ টে থেকে রাত ২ টো পর্যন্ত কোন কোন রাস্তায় বন্ধ থাকছে যান চলাচল।
১) জিটি রোড ধরে আশ্রম মোড় থেকে পাম্পু তালাও মোড় পর্যন্ত। বিকেল ৪ টে থেকে ভোর ৪ টে পর্যন্ত যেসমস্ত রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে সেগুলি হল,
advertisement
advertisement
২)আসানসোল দক্ষিণ থানার অধীনে ইসমিল মোড় থেকে হাটন রোড মোড় পর্যন্ত।
৩)কোর্ট মোড় থেকে বিদ্যাসাগর মূর্তি (আসানসোল কোর্টের কাছে), হীরাপুর থানায় সমস্ত যানবাহনের জন্য নিষেধাজ্ঞা।
৪)ত্রিবেণী মোড় থেকে আপার রোড পর্যন্ত, হিরাপুর থানায় সকল যানবাহনের (দুই চাকার গাড়ি ব্যতীত) উপর নিষেধাজ্ঞা
৫)বার্নপুর বাসস্ট্যান্ড থেকে পুরানাহাট মোড় পর্যন্ত, হীরাপুর থানায় সকল যানবাহনের (দুই চাকার গাড়ি ব্যতীত) উপর   নিষেধাজ্ঞা।
advertisement
৬)বারি ময়দান থেকে প্রান্তিক ক্লাব পর্যন্ত, হীরাপুর থানায় সকল যানবাহনের (দুই চাকার গাড়ি ব্যতীত) উপর নিষেধাজ্ঞা
৭)কুলটি থানায় লিথুরিয়া রোডে কোনও বাস ও অটো প্রবেশ করবে না।
৮) নিয়ামতপুর নতুন রাস্তা থেকে বঙ্গবাসী হোটেল পর্যন্ত, কুলটি থানায় দুই চাকার যানবাহন ছাড়া সকল যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা।
৯) রানিগঞ্জ থানায় সকল যানবাহনের জন্য নিষেধাজ্ঞা, ইটওয়ারি মোড় দিয়ে শিশুবাগান মোড় থেকে সি.আর. রোড ক্রসিং
advertisement
১০)টারবাংলো মোড় থেকে ডালপট্টি মোড় পর্যন্ত, রানিগঞ্জ থানায় সমস্ত যানবাহনের জন্য নিষেধাজ্ঞা।
১১)বড় বাজার মোড় থেকে তিলক রোড ক্রসিং পর্যন্ত, রানিগঞ্জ থানায় সকল যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা।
১২)স্কুল পাড়া মোড় থেকে এমআরএস মোড়, রানিগঞ্জ থানার অধীনে সমস্ত যানবাহনের জন্য নিষেধাজ্ঞা।
১৩)কল্যাণপুর হাউজিং কল্যাণপুর হাউজিং ক্যাম্পাসের ভেতরে আরও, আসানসোল (উত্তর) থানায় সকল যানবাহনের (দুই চাকার গাড়ি ব্যতীত) প্রবেশ নিষিদ্ধ।
advertisement
১৪)আসানসোল (উত্তর) থানায় বি.সি. রায় মূর্তি থেকে চাঁদমারি পর্যন্ত সকল যানবাহনের (দুই চাকার যানবাহন ব্যতীত) প্রবেশে নিষেধাজ্ঞা।
বিকেল ৪ টে থেকে রাত ১২ টা পর্যন্ত। যে সকল যানবাহনের জন্য একমুখী নিষেধাজ্ঞা:রুটের নাম:- ১)বার্নপুর রোড ধরে চিত্রা সিনেমা মোড় থেকে ভগত সিং মোড় পর্যন্ত।
২)আসানসোল কোর্ট এবং পোলো গ্রাউন্ড হয়ে বিএনআর মোড় থেকে গ্যালাক্সি মোড়।
advertisement
নিউ টাউন মোড় থেকে চিত্রা মোড়।গ্যালাক্সি মোড় থেকে পাঞ্জাবি পাড়া হয়ে নিউ টাউনের দিকে।নেয়ামতপুর মোড় থেকে তাহারাম মোড়।তাহারাম মোড় থেকে নিয়ামতপুর মোড় পর্যন্ত আইআইএসসিও নতুন রাস্তা ধরে।
জামুরিয়া থানা মোড় থেকে জামুরিয়া সিনেমা মোড়।জামুরিয়া সিনেমা মোড় থেকে জামুরিয়া থানা মোড় থেকে বাইপাস রোড হয়ে।
এদিকে বিকেল ৪ টে থেকে ভোর ৪ টে পর্যন্তরানিগঞ্জ বাস স্ট্যান্ডে কোনও বাস প্রবেশ করবে না। রানিগঞ্জ মোড় থেকে অশোক পেট্রোল পাম্প পর্যন্ত এবং মেজিয়া থেকে বল্লভপুর পর্যন্ত বাস প্রবেশ করবে।
advertisement
জামুরিয়া এলাকায় ১৬:০০ টা থেকে ০৪:০০ টা পর্যন্ত জামুরিয়া থানায় চান্দা মোড় থেকে জামুরিয়া বাজার পর্যন্ত কোনও পণ্যবাহী যানবাহন প্রবেশ করতে পারবে না।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পুজোয় যানজট এড়াতে জেলা জুড়ে একাধিক রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি,জানুন বিস্তারিত
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement