Durga Puja 2025: জৌলুস কমলেও আন্তরিকতার অভাব নেই ঘোষবাড়িতে ১৬০ বছরের প্রাচীন এই পুজোয়

Last Updated:

Durga Puja 2025: দেবী দুর্গা প্রতিমা দেখার জন্য গ্রামবাসীদের যেতে হতো দূরবর্তী গ্রামে। সেই সময় ঘোষ পরিবারের এক পূর্বপুরুষ কালীচরণ ঘোষ গ্রামের মানুষ ও পরিবারের সকলের কথা ভেবেই দুর্গাপুজো শুরু করার সিদ্ধান্ত নেন।

+
নবগ্রামের

নবগ্রামের ঘোষ বাড়ির দুর্গাপুজো ১৬০ বছরের 

নবগ্রাম, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম হল ঘোষবাড়ির দুর্গাপুজো। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গোপগ্রামে অবস্থিত ঘোষ পরিবারের দুর্গাপুজো এ বছর পা দিল ১৬০ বছরে। ইতিহাসে ভরপুর এই পুজো শুধু ঘোষ পরিবারের নয়। গোটা এলাকার মানুষের কাছে আজও এক মহোৎসব।
জানা গিয়েছে, এক সময় এই অঞ্চলে দুর্গাপুজোর প্রচলন ছিল না। দেবী দুর্গা প্রতিমা দেখার জন্য গ্রামবাসীদের যেতে হতো দূরবর্তী গ্রামে। সেই সময় ঘোষ পরিবারের এক পূর্বপুরুষ কালীচরণ ঘোষ গ্রামের মানুষ ও পরিবারের সকলের কথা ভেবেই দুর্গাপুজো শুরু করার সিদ্ধান্ত নেন। যদিও তার আগে থেকেই ঘোষ বাড়িতে কালীপুজো প্রচলিত ছিল, কিন্তু মাঝের কিছু সময় পুজো বন্ধ হয়ে গেলে নানা দুর্ঘটনা ও সমস্যায় জড়িয়ে পড়ে পরিবার। অবশেষে পুজো পুনরায় শুরু করার পর সেই সমস্ত সমস্যার অবসান ঘটে।
advertisement
পরিবারের বিশ্বাস, প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজোর আয়োজন অব্যাহত রয়েছে। বর্তমানে ঘোষ পরিবারের অনেক সদস্য বিদেশে বা দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও দুর্গাপুজোর সময় সকলে ফিরে আসেন গ্রামে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হলেও মায়ের আরাধনায় একত্রিত হন সকলে।
advertisement
আরও পড়ুন : দুর্গাপুজোয় কেন প্রয়োজন ১০৮ লাল পদ্ম? কখন নিবেদন করা হয় এই ফুল? জানুন জ্যোতিষ পরামর্শ
পুজোর দিন নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে মন্দির প্রাঙ্গণে আয়োজন হয় দেবীর পুজো। এখন সেই জৌলুস নেই ঠিকই, কিন্তু পরিবারের সদস্যরা দেশ-বিদেশে যে যেখানেই থাকুক, পুজোর চার দিন এক জায়গায় জড়ো হন। এক চালায় মা দুর্গার মূর্তি ৷ ডাকের সাজ দেখা যায় মা দুর্গাকে। গ্রামের মানুষ ও দূরদূরান্ত থেকে আগত ভক্তরা এই আয়োজনে শামিল হন। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, ঘোষ বাড়ির দুর্গাপুজো এখন হয়ে উঠেছে মিলনমেলা ও আনন্দোৎসবের এক অনন্য কেন্দ্রবিন্দু।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: জৌলুস কমলেও আন্তরিকতার অভাব নেই ঘোষবাড়িতে ১৬০ বছরের প্রাচীন এই পুজোয়
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement