Durga Puja 2025: প্রাচীন রীতি মেনে সরকার বাড়ির কামানের শব্দেই শুরু হয় সন্ধিপুজো, জেনে নিন কীভাবে তোপ দাগা হয়?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
মুহুুর্তের জন্য গর্জে ওঠা কামানের শব্দ যেন ফিরিয়ে আনে সামন্তযুগের প্রতিধ্বনি,অষ্টমীর সন্ধিক্ষণে আজও তোপ দেগেই হয় সন্ধিপুজো।
দুর্গাপুর: সামন্ত যুগের রাজাদের অস্ত্রশস্ত্র তৈরির অন্যতম কেন্দ্র দুর্গাপুরের জঙ্গলমহলের লোহাগুড়ি এলাকায় এখনও কামান দাগা হয়। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি…! লোহাগুড়ির সরকার পরিবারের প্রায় ৩২৫ বছরের প্রাচীন দুর্গাপুজো আজও ইতিহাস বহন করে চলেছে। প্রাচীন রীতি মেনে অষ্টমীর সন্ধিক্ষণে তোপ দেগেই শুরু হয় সন্ধিপুজো। স্থানীয় ও সরকার পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের জঙ্গলমহলে সেন বংশ সহ সামন্ত রাজা ইচ্ছাই ঘোষের একাধিক নিদর্শন রয়েছে।পৌরতত্ববিদরাই পেয়েছেন সেই নিদর্শন।
গড় জঙ্গলের ওই ইতিহাসের সঙ্গে একাধিক দুর্গাপুজোর নানান কাহিনি জড়িয়ে আছে।
গড় জঙ্গল লাগোয়া এই গ্রাম লোহাগুড়ি। একসময় ওই গ্রামের নাম ছিল “লোহার গড়”। সেখানে লোহার কারিগরদের আস্তানা ছিল। ওই কারিগররা লৌহ আকরিক গলিয়ে তৈরি করতেন তরোয়াল, বল্লব ও বর্শা থেকে শুরু করে কামানও। সামন্তযুগের যে কোনও রাজ্য রক্ষার জন্য প্রয়োজনীয় সব অস্ত্রশস্ত্র তৈরি করা হত এখানে। এই সমস্ত লোহার তৈরি অস্ত্র যেত সামন্ত রাজা ইছাই ঘোষের দরবারে। তাঁর শাসনকালে গড়া হত অসংখ্য যুদ্ধাস্ত্র, আর লোহাগুড়ি তখন ছিল সেই অস্ত্র সরবরাহের অন্যতম কেন্দ্র। ইতিহাসের সেই সাক্ষী নিয়ে গ্রামের নামের মধ্যেই রয়ে গেছে আকরিক লোহার ছাপ।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
কালের স্রোতে থেমে গিয়েছে যুদ্ধের হুঙ্কার, নিভে গিয়েছে অস্ত্র গলানোর সেই ভাটি। আজও লোহাগুড়ির সরকার বাড়ির দুর্গাপুজো সেই অতীতকে বাঁচিয়ে রেখেছে।
পরিবারের প্রাচীন সেই ‘খাড়া’ ও ‘কামান’ এখনও দাঁড়িয়ে আছে নিঃশব্দ সাক্ষী হয়ে।প্রতিবছর অষ্টমীর সন্ধিক্ষণে ঐতিহ্য মেনে সেই কামান দাগা হয়। মুহুুর্তের জন্য গর্জে ওঠা সেই আওয়াজ যেন ফিরিয়ে আনে সামন্তযুগের প্রতিধ্বনি। কামানের শব্দে যেন শোনা যায় ইছাই ঘোষের রাজত্বের গৌরবগাথা, যুদ্ধের উত্তাপ আর লোহার আঘাতের ধ্বনি। তবে কীভাবে এই তোপ দাগা হয় জানেন?
advertisement
এটা শুধু দুর্গাপুজোর আচার নয়, বরং ইতিহাস, আবেগ আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। সরকার পরিবারের অষ্টমতম বংশধর বরিষ্ঠ জগবন্ধু সরকার জানান, ওই পুজো শুধু উৎসব নয়, বরং লোহাগুড়ির ঐতিহ্য, ইতিহাস আর গর্বের সংরক্ষণ।
advertisement
কামানের গর্জনে যেন তাঁদের পূর্বপুরুষদের কথা মনে করিয়ে দেয়। রীতি অনুযায়ী এখনও দুর্গাপুজোর আগে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে নিমন্ত্রণ জানান হয় পরিবারের পক্ষ থেকে। জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র গ্রামবাসী এই পুজোয় আনন্দে মেতে ওঠেন। প্রতিবছর প্রাচীন রীতিনীতি মেনে নতুন প্রজন্মও এই পুজোর ইতিহাস বহন করে চলেছে।
দীপিকা সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: প্রাচীন রীতি মেনে সরকার বাড়ির কামানের শব্দেই শুরু হয় সন্ধিপুজো, জেনে নিন কীভাবে তোপ দাগা হয়?