রাজস্থান যেতে হবে না, বহরমপুরেই তৈরি হচ্ছে হাওয়া মহল! মুর্শিদাবাদবাসীর জন্য বড় চমক
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Durga Puja 2025: হাওয়া মহল মৌমাছির মৌচাকের আদলে নকশা করা হয়েছে। এই প্রাসাদে ৯৫৩টি ছোট জানালা আছে যেগুলিকে 'ঝাড়োকা' বলা হয়
বহরমপুর, কৌশিক অধিকারীঃ রাজস্থান যেতে পারেননি? এখনও ঘুরে দেখা হয়নি হাওয়া মহল? আর চিন্তা নেই। এই বছর বহরমপুরে বাবুল বোনা সর্বজনীন দুর্গাপূজার মূল আকর্ষণ রাজস্থানের হাওয়া মহল।
রাজস্থানের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে উঠে মরুভূমি, হাওয়া মহল, উদয়পুরের সিটি প্যালেস, জয়সলমীরের দুর্গের মতো বিখ্যাত সব স্থানের কথা। রঙিন পোশাক, আকর্ষণীয় শিল্পকর্ম এবং বিখ্যাত খাবারের জন্য এই রাজ্য বিশ্বজুড়ে বিখ্যাত। এবার ৬৭তম বর্ষে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের সামনে হাওয়া মহলের আদলে মণ্ডপ ফুটিয়ে তুলবে বহরমপুরের বাবুল বোনা সর্বজনীন। এই মুহূর্তে জোরকদমে সেই কাজ চলছে।
advertisement
আরও পড়ুনঃ এ যেন করম পুজোর ‘খুঁটিপুজো’! কাউন্টডাউন শুরু, আধ্যাত্মিক আবহে শস্যরোপণ! জানেন এই উৎসবরে নাম?
হাওয়া মহল নামের মতো এর গঠনও বিস্ময়কর। পাঁচ তলা ভবনটির নকশা করেছিলেন লাল চাঁদ ওস্তাদ। হাওয়া মহলের সর্বোচ্চ অংশে পৌঁছনোর জন্য পর্যটকরা একটি র্যাম্প ব্যবহার করেন। এই মহলের নকশা এই প্রাসাদকে অনন্য করে তুলেছে।
advertisement
advertisement
মহলটি মৌমাছির মৌচাকের আদলে নকশা করা হয়েছে। প্রায় সব রাজমহল বা প্রাসাদে একটি কেন্দ্রীয় উঠোন থাকে। এই প্রাসাদে ৯৫৩টি ছোট জানালা আছে যেগুলিকে ‘ঝাড়োকা’ বলা হয়। এই পুজো মণ্ডপে সেই রকমই জানালা তৈরি করা হবে। যা খুব সূক্ষ্মভাবে সুন্দর খোদাই করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, আসলে তখনকার দিনে রাজ পরিবারের মহিলাদের ঘর থেকে বেরোতে দেওয়া হত না। তাঁরা এই ছোট ছোট জানালা দিয়েই বাইরের প্রকৃতি দেখতেন। এই জানালা দিয়েই তাঁরা দেখতেন নাটক, অনুষ্ঠান। অনেকেই রাজস্থান যেতে পারেন না। তাঁদের কথা চিন্তা করেই হাওয়া মহলের মতো মণ্ডপসজ্জা তৈরি করা হবে। যা দর্শকদের আকর্ষণ করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 29, 2025 11:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজস্থান যেতে হবে না, বহরমপুরেই তৈরি হচ্ছে হাওয়া মহল! মুর্শিদাবাদবাসীর জন্য বড় চমক






