Durga Puja 2025: মাতৃপুজোর মণ্ডপে থিম নারী, মেয়েদের অধিকার-সম্মানের লড়াইয়ের কথা মিশন রোডের সর্বজনীনে
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Durga Puja 2025: রঘুনাথপুর শহরের অন্যতম দুর্গাপুজো হল 'মিশন রোড সার্বজনীন দুর্গাপুজো।' এবার এই পুজো পা দিল ১১তম বর্ষে। বরাবরের মতোই এবারও সামাজিক বার্তা বহনকারী থিম নিয়ে হাজির হয়েছে এই পুজো কমিটি। এবারের পুজোর থিম "নারী"।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের অন্যতম দুর্গাপুজো হল ‘মিশন রোড সর্বজনীন দুর্গাপুজো।’ এবার এই পুজো পা দিল ১১তম বর্ষে। বরাবরের মতোই এবারও সামাজিক বার্তা বহনকারী থিম নিয়ে হাজির হয়েছে এই পুজো কমিটি। এবারের পুজোর থিম “নারী”।
নারীর জন্ম থেকে শুরু করে তার জীবন সংগ্রাম, সমাজে তার অবস্থান, অর্জন ও তাকে ঘিরে চলা নানা অন্যায়-অবিচার সবকিছুরই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ ও চিত্রাঙ্গনের মাধ্যমে। নারী নির্যাতন, কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, শারীরিক ও মানসিক নিগ্রহ– ইত্যাদি বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে থিমের ভেতর দিয়ে।
আরও পড়ুন: বাঙালিয়ানাকে ফুটিয়ে তোলা, বাংলার কৃষ্টিতেই মণ্ডপসজ্জা! দেউলী যুবতীর্থে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়
একইসঙ্গে এই থিম তুলে ধরেছে নারীর উত্থান ও অগ্রগতি-র কথাও। সমাজের বিভিন্ন ক্ষেত্রে আজ নারীরা তাদের যোগ্যতায় নিজেকে প্রমাণ করছে বিজ্ঞান, শিক্ষা, প্রশাসন, খেলাধুলা কিংবা শিল্প-সংস্কৃতি সব ক্ষেত্রেই নারীর অগ্রগতি এখন দৃশ্যমান। কিন্তু তবুও সমাজের বিভিন্ন স্তরে আজও নারীরা নানাভাবে নির্যাতনের শিকার। এই দ্বন্দ্বই ফুটে উঠেছে এবারের পুজোর প্রতিটি অলঙ্করণে।
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতে বেড়ানোর এত এত জায়গা, জানেন কোন রাজ্যে সবচেয়ে বেশি পর্যটক যায়? নামটা শুনলে চমকাবেন!
পুজো কমিটির উদ্যোক্তাদের বক্তব্য, “আমরা এই পুজোর মাধ্যমে সমাজকে একটা বার্তা দিতে চাই। নারীকে শুধু পুজো করার প্রতীক হিসেবে না দেখে, বাস্তব জীবনে তার অধিকার ও সম্মান রক্ষার দিকেও নজর দেওয়া উচিত।”
এবারের পুজোর মোট বাজেট ৭ লক্ষ টাকা, যার মধ্যে থিম নির্মাণে বরাদ্দ হয়েছে উল্লেখযোগ্য অংশ। মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা, থিম চিত্রায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সব কিছুতেই থাকছে অভিনবত্বের ছোঁয়া। মিশন রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, হয়ে উঠেছে সমাজচেতনার এক বাস্তব মঞ্চ, যেখানে মায়ের আরাধনার মধ্য দিয়েই আলো ফেলা হয়েছে সেই ‘নারী’ জীবনের ওপর, যিনি জন্ম দেন, লড়েন, এগিয়ে যান এবং সমাজ বদলানোর সাহস রাখেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
September 29, 2025 5:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মাতৃপুজোর মণ্ডপে থিম নারী, মেয়েদের অধিকার-সম্মানের লড়াইয়ের কথা মিশন রোডের সর্বজনীনে