Durga Puja 2025: ফিকে পুজোর গন্ধ, কাশবনে ছবি তোলার হিড়িক উধাও! অতিবৃষ্টিতে সব সর্বনাশ...
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
যে সমস্ত এলাকা কাশফুলের স্বর্গরাজ্য নামে পরিচিত, এবার সেখানে কোথাও সেইভাবে দেখা মিলছে না কাশফুলের।
রঘুনাথগঞ্জ, তন্ময় মন্ডল : পুজোর আগে হাতে আর মাত্র কয়েকদিন। হাতে গোনা মাত্র এক মাস বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু পুজো দোরগড়ায় কড়া নাড়লেও দেখা নেই কাশ ফুলের। কাশ ফুল মানেই শরৎকালের আগমন। শরতের নীল আকাশ এবং সাদা কাশফুল যেন এক অভিন্ন কম্বিনেশন। কিন্তু অতিবৃষ্টির কারণে এখনও সেই অর্থে দেখা নেই কাশফুলের।
মাঝে মাঝে নীল আকাশের দেখা মিললেও, দেখা মিলছে না সাদা কাশফুলের। আগমনী বার্তা বহনকারী ফুলের দেখা মিলছে না সহজে। বিশেষজ্ঞদের মতে, অতি বৃষ্টির কারণে ঝরে গিয়েছে কাশফুল। ছোট ছোট শিশুদের কাশফুল হাতে নিয়ে আগমনের বার্তা বহন হয়ে উঠছে না অতিবৃষ্টির কারণে। রঘুনাথগঞ্জের পদ্মার পাড় রেল লাইনের ধার থেকে শুরু করে মনিগ্রাম PDCL-এর ছাইপুকুর, যা কাশফুলের স্বর্গরাজ্য নামে পরিচিত। কিন্তু এবার এই সব জায়গার কোথাও সেইভাবে দেখা মিলছে না কাশফুলের।
advertisement
আরও পড়ুন : কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাচ্ছেন? হোটেলের ভাড়া জানেন তো? না জেনে গেলে রাস্তায় ঘুরতে হবে
শরৎকাল পড়ে গেলেই কাশফুলের মাঝে ছবি তোলার হিড়িক দেখা যায়। কিন্তু এবার সেখানেও সঙ্কটের ছায়া। রঘুনাথগঞ্জের এক চিত্রগ্রাহক সুশোভন দাস জানান, পুজোর আগমনী ফটো শুট করার জন্য সারা বছর আমরা অপেক্ষা করি। কিছু অপূর্ব ছবি ক্যামেরাবন্দি করার অপেক্ষা চলে। কিন্তু এ বছর আর সেই সুযোগ পাব না। একাধিক এলাকার কাশ বনে ক্যামেরা হাতে ঘুরে এসেছি। কোথাও দেখা মেলেনি কাশফুলের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গিপুর পদ্মা পাড়ের চাঁদপুর এলাকার এক বাসিন্দা বাসীর শেখ জানান, শরৎকাল পড়লে পদ্মা পাড়ে এবং চর এলাকায় প্রচুর কাশ ফুল দেখতে পাওয়া যায়। এবছর অতিবৃষ্টি এবং ফরাক্কার জলস্তর বিপদ সীমার ওপরে প্রবাহমান হওয়ার কারণে কাশফুলের দেখা মেলা কঠিন হয়েছে। এলাকার ছোট ছোট শিশুরা প্রতিনিয়তই কাশ বনে ছুটোছুটি করত এবং এই ফুল নিয়ে খেলা করত। কিন্তু এবছর সেই মনোরম দৃশ্য আর আমরা দেখতে পেলাম না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 1:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ফিকে পুজোর গন্ধ, কাশবনে ছবি তোলার হিড়িক উধাও! অতিবৃষ্টিতে সব সর্বনাশ...
