Durga Puja 2025: ভক্তি ও ইচ্ছাশক্তি জীবন যুদ্ধ জয়ের মূল মন্ত্র! বার্তা বর্ধমানের এই পুজো মন্ডপের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
হাতেগোনা মাত্র আর একদিন। তারপরেই শুরু দেবীর আরাধনা, দর্শনার্থীরা ভিড় জমাবেন মণ্ডপে মন্ডপে।শুধু কলকাতাতেই নয়, কলকাতার বিগ বাজেট পুজো গুলিকে টেক্কা দিতে পারে বর্ধমান জেলার পুজো গুলিও।
বর্ধমান, সায়নী সরকার: হাতেগোনা মাত্র আর একদিন। তারপরেই শুরু দেবীর আরাধনা, দর্শনার্থীরা ভিড় জমাবেন মণ্ডপে মন্ডপে। শুধু কলকাতাতেই নয়, কলকাতার বিগ বাজেট পুজো গুলিকে টেক্কা দিতে পারে বর্ধমান জেলার পুজো গুলিও।মাসখানেক আগে থেকে শুরু হয়ে যায় মন্ডপ তৈরির কাজ। এই বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম হল ঘোরদৌড় চটি সার্বজনীন দুর্গোৎসব। হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে ফেলে দেওয়া জিনিস দিয়ে গড়ে উঠেছে এই মন্ডপ সেখানেই দেবী দুর্গার আরাধনা।
আরও পড়ুনঃ আর লাগবে না কাড়ি কাড়ি টাকা! রেল যোগাযোগ ব্যবস্থায় নর্থ-ইষ্ট সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা!
বর্ধমান শহরের বড় পুজো গুলোর মধ্যে অন্যতম পুজো ঘোড়দৌড় চটি সার্বজনীন দুর্গোৎসব। এ বছরে তাঁদের তিন ভাবনা ভক্তিতেই মুক্তি। ২২ লক্ষ টাকা খরচে প্রায় আড়াই মাস ধরে এই মন্ডপ গড়ে উঠেছে। থিমের নেপথ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার গোবর ডাঙার শিল্পীরা। তারাই তাদের নিপুন হাতের জাদুতে ফুটিয়ে তুলেছেন মন্ডপ শয্যার কাজ ।ফেলে দেওয়া জিনিস দিয়ে রূপ দেওয়া হয়েছে এই মন্ডপের।পাশাপাশি মন্ডপ জুড়ে দেওয়া হয়েছে নানান সচেতনতা মূলক ব্যানার।পুজো উদ্যোক্তারা জানান, ৬৭ বছরের এই পুজোর এবারের থিম ভক্তিতেই মুক্তি,তিনি বলেন,আমারা দৈনন্দিন জীবনে অনেক সমস্যাই পরি, যত দিন আসছে আমরা সংগ্রাম অতিক্রম করে একটা জায়গায় যাচ্ছি। ঈশ্বরের প্রতি যে ভক্তি সেটা আলাদা একটা সাহস জোগায় পাশাপাশি অশুভ শক্তিকে নাশ করতে ঈশ্বরের শরণাপন্ন হই। ঈশ্বরের প্রতি ভক্তি আর মনের ইচ্ছা শক্তি না থাকলে কোন যুদ্ধই জয় করা সম্ভব নয়।তাই এবছরের থিমের নাম ভক্তিতেই মুক্তি।
advertisement
advertisement
ভক্তিতেই মুক্তি—এই থিমের মাধ্যমেই পুজো উদ্যোক্তারা মনে করিয়ে দিচ্ছেন, জীবনের সমস্ত প্রতিকূলতা ও সংগ্রাম অতিক্রম করার জন্য ঈশ্বরের প্রতি ভক্তি এবং মনের ইচ্ছা শক্তি একান্ত প্রয়োজন। যেমনভাবে দুর্গা বিনাশ করেন অশুভ শক্তিকে, তেমনি ভক্তি আমাদের জোগায় এগিয়ে চলার সাহস। মন্ডপে যেমন ফুটে উঠেছে শিল্পের এক ভিন্ন আঙ্গিক, তেমনই মণ্ডপজুড়ে সচেতনতামূলক ব্যানারগুলি দেবে এক সামাজিক বার্তা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 7:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ভক্তি ও ইচ্ছাশক্তি জীবন যুদ্ধ জয়ের মূল মন্ত্র! বার্তা বর্ধমানের এই পুজো মন্ডপের