Durga Puja 2024: টোটো চালক থেকে মৃৎশিল্পী ! সকালে টোটো চালিয়ে রাতে প্রতিমা গড়েন বৈঁচির রঞ্জু

Last Updated:

Durga Puja 2024: বছর পরে আবারও ঘরে আসছেন মা দুর্গা। সেই কারণে বাড়ি থেকে বারোয়ারি চারিদিকেই যেন সাজ সাজ রব। মায়ের মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপ দেবার কাজ করছেন শিল্পীরা। তেমনই হুগলির বৈঁচিগ্রামের বছর তেইশের রঞ্জু বন্দ্যোপাধ্যায় যেহাতে টোটো চালান সেই হাতেই রূপ দেন দশ হাতের দেবী দুর্গার।

+
প্রতিমা

প্রতিমা তৈরি করছেন রঞ্জু

হুগলি: বছর পরে আবারও ঘরে আসছেন মা দুর্গা। সেই কারণে বাড়ি থেকে বারোয়ারি চারিদিকেই যেন সাজ সাজ রব। মায়ের মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপ দেবার কাজ করছেন শিল্পীরা। তেমনই হুগলির বৈঁচিগ্রামের বছর তেইশের রঞ্জু বন্দ্যোপাধ্যায় যেহাতে টোটো চালান সেই হাতেই রূপ দেন দশ হাতের দেবী দুর্গার। ছোট থেকেই মূর্তি গড়ার কাজ শিখতেন স্থানীয় এক দাদুর কাছে। তার কাছেই তার মূর্তি গড়ার হাতে খড়ি। দিন যত এগিয়েছে ধীরে ধীরে মূর্তি গড়ার কাজে পারদর্শী হয়ে ওঠেন রঞ্জু। চন্দননগর ,মানকুন্ডু, ভদ্রেশ্বর সহ বিভিন্ন জায়গায় প্রতিমা গড়ার ডাক আসে তার। এবছর জেলার বিভিন্ন জায়গা থেকে সাতটি দুর্গার অর্ডার এসেছে তার কাছে। দশভূজা ছাড়াও লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, জগদ্ধাত্রী ,কালীতৈরি করেন রঞ্জু।
টোটো নিয়ে সকাল হলেই বেরিয়ে পড়েন রঞ্জু। দুপুরে খাওয়া-দাওয়া সেড়ে লেগে পড়েন প্রতিমা গড়তে। তবে তার চলার পথের জীবন খুব একটা সহজ ছিল না। এক দাদা ও মা-বাবাকে নিয়েই তাদের ছোট্ট সংসার। মা কবিতা গৃহবধূ , বাবা সুধীর ট্রেনে হকারি করে যা উপার্জন করেন তাই দিয়ে সংসার চালিয়ে দুই ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন। তবে দশম শ্রেণীতে পড়ার পর আর এগোতে পারেনি রঞ্জু। তারপর লেগে পড়েন মূর্তি করার কাজে। বাড়ির অবস্থা খুব একটা ভাল নয়। মাটির দেওয়ালে টালির চালের ফাঁক দিয়ে প্রবেশ করে সূর্যের আলো। তবু দুচোখে স্বপ্ন দেখে শিল্পী হবার। শিল্পী হয় সে তবে পেট চালাতে টোটো চালাতে হয়।
advertisement
রঞ্জুর মা কবিতা বলেন,”ছেলে ছোটবেলা থেকেই ঠাকুর তৈরি করতে ভালোবাসতো। শরীর খারাপের জন্য দশম শ্রেণী পড়ার পর আর পড়তে পারেনি। কোনরকমে ধার-দেনা করে ছোট ছেলেকে টোটো দিয়েছি । প্রতিমা তৈরির পাশাপাশি এখন টোটো চালায়। বড় ছেলে অন্য জায়গায় কাজ করে। পরিবারের অবস্থা খুব একটা ভাল নয়, বৃষ্টি হলেই ঘর দিয়ে জল পড়ে। এখন ছেলে ভালই ঠাকুর তৈরি করেছে। ভবিষ্যতে বড় শিল্পী হোক এটাই চাই আমি।”
advertisement
advertisement
প্রতিমা শিল্পী রঞ্জু বলেন,”ছোট থেকেই ঠাকুরগড়ার কাজ করি, প্রথমে লক্ষ্মী, গণেশ ,সরস্বতী তৈরি করতাম এখন দুর্গা তৈরি করছি। যখনই ফাঁকা পাই তখনই টোটো নিয়ে বেরিয়ে পড়ি। এবছর সাতটা দুর্গার অর্ডার রয়েছে । বৈঁচিগ্রামে সিংহ বাড়িতে সেখানেও এবছর দুর্গা করছি। এছাড়া দিগশুই ,পাগড়ী, মোবারকপুর, ত্রিবেণীর চন্দ্রহাটিতেও বারোয়ারির দুর্গা তৈরি করছি। দশম শ্রেণীর পর আর পড়াশোনা করতে পারেনি। কারণ বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালছিল না। নেমে পড়েছিলাম প্রতিমা তৈরি করতে।”
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: টোটো চালক থেকে মৃৎশিল্পী ! সকালে টোটো চালিয়ে রাতে প্রতিমা গড়েন বৈঁচির রঞ্জু
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement