Durga Puja 2024: টোটো চালক থেকে মৃৎশিল্পী ! সকালে টোটো চালিয়ে রাতে প্রতিমা গড়েন বৈঁচির রঞ্জু
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Durga Puja 2024: বছর পরে আবারও ঘরে আসছেন মা দুর্গা। সেই কারণে বাড়ি থেকে বারোয়ারি চারিদিকেই যেন সাজ সাজ রব। মায়ের মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপ দেবার কাজ করছেন শিল্পীরা। তেমনই হুগলির বৈঁচিগ্রামের বছর তেইশের রঞ্জু বন্দ্যোপাধ্যায় যেহাতে টোটো চালান সেই হাতেই রূপ দেন দশ হাতের দেবী দুর্গার।
হুগলি: বছর পরে আবারও ঘরে আসছেন মা দুর্গা। সেই কারণে বাড়ি থেকে বারোয়ারি চারিদিকেই যেন সাজ সাজ রব। মায়ের মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপ দেবার কাজ করছেন শিল্পীরা। তেমনই হুগলির বৈঁচিগ্রামের বছর তেইশের রঞ্জু বন্দ্যোপাধ্যায় যেহাতে টোটো চালান সেই হাতেই রূপ দেন দশ হাতের দেবী দুর্গার। ছোট থেকেই মূর্তি গড়ার কাজ শিখতেন স্থানীয় এক দাদুর কাছে। তার কাছেই তার মূর্তি গড়ার হাতে খড়ি। দিন যত এগিয়েছে ধীরে ধীরে মূর্তি গড়ার কাজে পারদর্শী হয়ে ওঠেন রঞ্জু। চন্দননগর ,মানকুন্ডু, ভদ্রেশ্বর সহ বিভিন্ন জায়গায় প্রতিমা গড়ার ডাক আসে তার। এবছর জেলার বিভিন্ন জায়গা থেকে সাতটি দুর্গার অর্ডার এসেছে তার কাছে। দশভূজা ছাড়াও লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, জগদ্ধাত্রী ,কালীতৈরি করেন রঞ্জু।
টোটো নিয়ে সকাল হলেই বেরিয়ে পড়েন রঞ্জু। দুপুরে খাওয়া-দাওয়া সেড়ে লেগে পড়েন প্রতিমা গড়তে। তবে তার চলার পথের জীবন খুব একটা সহজ ছিল না। এক দাদা ও মা-বাবাকে নিয়েই তাদের ছোট্ট সংসার। মা কবিতা গৃহবধূ , বাবা সুধীর ট্রেনে হকারি করে যা উপার্জন করেন তাই দিয়ে সংসার চালিয়ে দুই ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন। তবে দশম শ্রেণীতে পড়ার পর আর এগোতে পারেনি রঞ্জু। তারপর লেগে পড়েন মূর্তি করার কাজে। বাড়ির অবস্থা খুব একটা ভাল নয়। মাটির দেওয়ালে টালির চালের ফাঁক দিয়ে প্রবেশ করে সূর্যের আলো। তবু দুচোখে স্বপ্ন দেখে শিল্পী হবার। শিল্পী হয় সে তবে পেট চালাতে টোটো চালাতে হয়।
advertisement
রঞ্জুর মা কবিতা বলেন,”ছেলে ছোটবেলা থেকেই ঠাকুর তৈরি করতে ভালোবাসতো। শরীর খারাপের জন্য দশম শ্রেণী পড়ার পর আর পড়তে পারেনি। কোনরকমে ধার-দেনা করে ছোট ছেলেকে টোটো দিয়েছি । প্রতিমা তৈরির পাশাপাশি এখন টোটো চালায়। বড় ছেলে অন্য জায়গায় কাজ করে। পরিবারের অবস্থা খুব একটা ভাল নয়, বৃষ্টি হলেই ঘর দিয়ে জল পড়ে। এখন ছেলে ভালই ঠাকুর তৈরি করেছে। ভবিষ্যতে বড় শিল্পী হোক এটাই চাই আমি।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ Weather Update: আকাশের মুখ ভার! পুজোয় ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা! আতঙ্কের প্রহর গুনছে উত্তররে জেলা
প্রতিমা শিল্পী রঞ্জু বলেন,”ছোট থেকেই ঠাকুরগড়ার কাজ করি, প্রথমে লক্ষ্মী, গণেশ ,সরস্বতী তৈরি করতাম এখন দুর্গা তৈরি করছি। যখনই ফাঁকা পাই তখনই টোটো নিয়ে বেরিয়ে পড়ি। এবছর সাতটা দুর্গার অর্ডার রয়েছে । বৈঁচিগ্রামে সিংহ বাড়িতে সেখানেও এবছর দুর্গা করছি। এছাড়া দিগশুই ,পাগড়ী, মোবারকপুর, ত্রিবেণীর চন্দ্রহাটিতেও বারোয়ারির দুর্গা তৈরি করছি। দশম শ্রেণীর পর আর পড়াশোনা করতে পারেনি। কারণ বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালছিল না। নেমে পড়েছিলাম প্রতিমা তৈরি করতে।”
advertisement
দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2024 9:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: টোটো চালক থেকে মৃৎশিল্পী ! সকালে টোটো চালিয়ে রাতে প্রতিমা গড়েন বৈঁচির রঞ্জু









