Durga Puja 2024: জেদ করেই শুরু হয়েছিল পুজো, এবারেও আয়োজন জোরদার

Last Updated:

Durga Puja 2024: ঢাকের তালে কোমর দোলানোর প্রস্তুতি নিচ্ছেন যৌনকর্মীরা। কিন্তু তার মধ্যেও রয়ে গিয়েছে চাপা উৎকণ্ঠা

+
বৃষ্টির

বৃষ্টির জেরে দেরি হয়েছে পুজোর আয়োজনে।

পশ্চিম বর্ধমান : একপ্রকার জেদ করেই পুজো শুরু হয়েছিল এখানে। যে জায়গার মাটি ছাড়া দেবীর মূর্তি সম্পূর্ণ হয় না, সেই যৌনপল্লীর বাসিন্দারা বঞ্চিত হতেন পুজোর আনন্দ থেকে। না পারতেন ঠিকভাবে অঞ্জলি দিতে, না পারতেন দুর্গাপুজোয় ভালোভাবে অংশগ্রহণ করতে। তাই রাজ্যের অন্যতম বড় কুলটির দিশা যৌনপল্লীতে দুর্গাপুজো শুরু হয় বছর পাঁচেক আগে।
পঞ্চম বছরেও পুজোর আয়োজন চলছে জোরকদমে। বৃষ্টির কারণে আয়োজনে খানিকটা বিলম্ব হয়েছে। কিন্তু সবাই মিলে পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে এগিয়ে এসেছেন। ঢাকের তালে কোমর দোলানোর প্রস্তুতি নিচ্ছেন যৌনকর্মীরা। কিন্তু তার মধ্যেও রয়ে গিয়েছে চাপা উৎকণ্ঠা। বৃষ্টির কারণে পুজোর আনন্দ মাটি হবে না তো, এই চিন্তা ঘুরপাক খাচ্ছে তাদের মধ্যে। পুজোর আগে টানা বৃষ্টিপাত, নিম্নচাপ চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে।
advertisement
advertisement
এই দুর্গাপুজোর অন্যতম উদ্যোক্তা এবং দুর্বার সমিতির সভাপতি মর্জিনা শেখ বলছেন, একসময় এখানকার যৌনকর্মীরা পুজোর আনন্দ থেকে বঞ্চিত হতেন। সমাজের বড় অংশ তাদের অন্য চোখে দেখত। অথচ এই যৌনপল্লীর মাটি ছাড়া দুর্গাপুজো সম্পূর্ণ হয় না। যৌনকর্মীরা নিজেদের কর্ম করে উপার্জন করেন। তা সত্ত্বেও পুজোর আনন্দ থেকে তাদের দূরে থাকতে হত। সেই থেকেই দিশা যৌনপল্লীতে দুর্গাপুজোর আয়োজন শুরু হয়।
advertisement
জানা গিয়েছে, যৌনপল্লীর এই দুর্গাপুজোর জন্য অনেকেই এখন সাহায্যের হাত বাড়িয়ে দেন। যৌনকর্মীরা নিজেদের সাধ্যমত এখানে অর্থ সাহায্য করেন। পাশাপাশি স্থানীয় এলাকার বহু মানুষ বর্তমানে এই পুজোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তাছাড়াও রাজ্য সরকারের পুজোর অনুদান যৌনপল্লীতে উৎসবের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলে মিলে সাধ্যমত পুজোর আয়োজন চালিয়ে যাচ্ছেন। প্রার্থনা শুধু একটাই বৃষ্টিতে যেন পুজো মাটি না হয়।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: জেদ করেই শুরু হয়েছিল পুজো, এবারেও আয়োজন জোরদার
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement