Durga Puja ২০২৪: ৪২০ বছরের পুরনো পুজো, ভাগীরথী নদীতে নৌকা করে পেটকাটি মা দুর্গার নিরঞ্জনে বিশেষ চমক!

Last Updated:

Durga Puja 2024: ৪২০ বছর ধরে মা পেটকাটি দুর্গার নিরঞ্জন পর্ব চলে আসছে একই ভাবে। পেটকাটি রূপেই দুর্গাকে পুজো করে চলেছে গদাইপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার।

+
নৌকা

নৌকা বাইচ করে প্রতিমা নিরঞ্জন 

মুর্শিদাবাদ: ৪২০ বছর ধরে মা পেটকাটি দুর্গার নিরঞ্জন পর্ব চলে আসছে একই ভাবে। পেটকাটি রূপেই দুর্গাকে পুজো করে চলেছে গদাইপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার। ‘পেটকাটি দুর্গা’ বলে পরিচিত মা। একাদশীর দিনে প্রতিমা নিরঞ্জন করা হল জঙ্গিপুর শ্মশানঘাটে।
কথিত আছে, ৪০০ বছরেরও বেশি সময় আগে এই দুর্গাপুজোর সূচনা হয়। সেই সময় বন্দ্যোপাধ্যায় পরিবার আর্থিক ভাবে সম্পন্ন ছিল। কথিত আছে, দুর্গাপুজোর জন্য এক দরিদ্র ব্রাহ্মণকে দায়িত্ব দেওয়া হয়। স্ত্রী ও একমাত্র কিশোরী মেয়েকে নিয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দিরের পাশে থাকতেন সেই পুরোহিত।
advertisement
advertisement
কোনও এক বার সন্ধিপুজোর সময় পুরোহিতের মেয়ে পুজোর উপচার তৈরি করছিল। হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়। এক মাত্র মেয়েকে খুঁজে না পেয়ে দেবীর সেবায়েত মূর্তির সামনেই হত্যে দিয়ে পড়েছিলেন সারা রাত। পরের দিন দেবীর নির্দেশ মতোই পুজোয় ছাগ বলি দেওয়া হয়। এর পরই কিশোরীকে উদ্ধার করা হয়। সেই থেকে বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী পেটকাটি দুর্গা নামে পরিচিত। ক্রমে সেই গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে।
advertisement
দশমীর দিনে পুজো সম্পন্ন হতেই একাদশীর দিনে প্রতিমা নিরঞ্জন পর্ব চলে। রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর ভাগীরথী নদীর তীরে দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। জঙ্গিপুর শ্মশানঘাটে নিরঞ্জন পর্ব করা হয় । বর্ণাঢ্য বাইচ করে নিরঞ্জন পর্ব দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja ২০২৪: ৪২০ বছরের পুরনো পুজো, ভাগীরথী নদীতে নৌকা করে পেটকাটি মা দুর্গার নিরঞ্জনে বিশেষ চমক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement