Durga Puja 2024: ভয়াবহ স্মৃতি ভুলে দুর্গাপুজোর আমেজ ফিরল হাওড়ার উদয়নারায়ণপুর! কী ঘটেছিল?

Last Updated:

Durga Puja 2024: বন্যা চাষের জমি উজাড় করেছে। বসত বাড়িতে ব্যাপক ক্ষতি, বন্যায় ফসল, পুকুরের মাছ এবং তাঁত শিল্পে প্রবল ক্ষতি হয়েছে।

+
জল

জল নামতে তড়িঘড়ি পুজো প্রস্তুতি উদয়নারায়নপুরে

হাওড়া: বন্যার ভয়াবহ স্মৃতি কাটিয়ে দুর্গাপুজোর আমেজ ফিরল হাওড়ার উদয়নারায়ণপুর!তবে বাজেটেও হয়েছে কাটছাঁট, সরকারি অনুদানে এবার পুজোর ভরসা অধিকাংশ মণ্ডপে। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, মহা পঞ্চমী থেকেই উৎসবের মেজাজে উদয়নারায়ণপুরবাসী | পুজোর আগে বিধ্বংসী বন্যার কারণে পুজো নিয়ে সংশয় দেখা দিয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরে বিভিন্ন পুজো কমিটির সদস্যদের মধ্যে | পুজোর আগে মনমরা হয়ে পড়েছিল ৮ থেকে ৮০ বয়সের মানুষ। বন্যার যন্ত্রণা ভুলে উৎসবে মেতেছে উদয়নারায়নপুরের মানুষ।
যদিও বন্যা চাষের জমি উজাড় করেছে। বসত বাড়িতে ব্যাপক ক্ষতি, বন্যায় ফসল, পুকুরের মাছ এবং তাঁত শিল্পে প্রবল ক্ষতি হয়েছে। সরকারি আশ্বাস মিলেছে, সেই আশ্বাস নিয়েই পুজোর আনন্দে মেতেছে মানুষ। বন্যার জল নেমে যাওয়ায় তাঁদের সেই চিন্তা দূর হয়েছে | তাই এখন জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি| মণ্ডপ তৈরি থেকে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে |দেবীর আরাধনায় মেতেছে উদয়নারায়নপুর | তবে অনেক পুজো কমিটি এবার তাদের বাজেট কাটছাঁট করেছে | প্রায় ১৫০ টিরও বেশি পুজো হয় উদয়নারায়নপুরে | বন্যার কারণে একসময় পুজোর আয়োজন অনিশ্চিত দেখা দিলেও, দেবী দুর্গার কৃপায় উৎসবে সামিল হতে পেরেছে মানুষ এমনটাই মনে করছে তারা।
advertisement
advertisement
পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি লক্ষ্মীকান্ত দাস বলেন, মুখ্যমন্ত্রীর দেওয়া উদয়নারায়ণপুরের দুর্গাপুজোগুলোতে সরকারি অনুদান তুলে দেওয়া হয়েছে, যাতে পুজো উদ্যোক্তাদের পুজো করতে কোনও অসুবিধা না হয় | পাশাপাশি উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইচ্ছায় এমএলএ প্রত্যেক অঞ্চলে ৩-৪ হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে ধরা দিয়েছেন |
advertisement
পুজো কমিটির সদস্য কৃষ্ণেন্দু পাত্র বলেন, বন্যার জন্য পুজোর আয়োজন করতে কিছুটা সমস্যা হলেও এখন তা মিটে গিয়েছে | বন্যার কারণেই পুজোর আয়োজনে কাটছাঁট করতে হয়েছে |পুজাকমিটিগুলিকে বিভিন্নভাবে প্রশাসন সহযোগিতা করার পাশাপাশি পুজো কমিটিগুলোও বন্যা কবলিত মানুষকে বেশি করে ত্রাণ বিলি করেছে নিজেদের পুজোর বাজেট কমিয়ে |তবে জল নেমে যাওয়ায় নতুন উদ্যমে পুজোর আয়োজন করছে উদয়নারায়ণপুরবাসী | মহালয়ার পর থেকেই পুজোর আমেজ ফিরে এসেছে গোটা এলাকায় |
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: ভয়াবহ স্মৃতি ভুলে দুর্গাপুজোর আমেজ ফিরল হাওড়ার উদয়নারায়ণপুর! কী ঘটেছিল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement