Durga Puja 2024: ছকভাঙা পুজোর থিম 'বৃহন্নলা'! পুজোর উদ্বোধনও করবেন তৃতীয় লিঙ্গের মানুষই
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja 2024:সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন ফুটিয়ে তোলা হচ্ছে গোটা মণ্ডপ জুড়ে। যা এর আগে কোনওদিনও ভাবতেই পারিনি হুগলি জেলার কোন পুজো কমিটির এই ধরনের সাহসী পদক্ষেপ নেওয়ার।
রাহী হালদার, হুগলি: সমাজের মূল স্রোতের বিপরীত রূপ ফুটিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে চুঁচুড়ার বেগুনতলার পুজো কমিটি। সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন ফুটিয়ে তোলা হচ্ছে গোটা মণ্ডপ জুড়ে। যা এর আগে কোনওদিনও ভাবতেই পারিনি হুগলি জেলার কোন পুজো কমিটির এই ধরনের সাহসী পদক্ষেপ নেওয়ার। শেষ মুহূর্তের কাজ এখন চলছে জোর কদমে।
মা দুর্গার আটপৌরে রূপ। আসলে গৃহস্থ বাড়ির মায়ের রূপ যেখানে মা তাঁর সন্তানদের নিয়ে বসে আছেন। আর তাঁর পায়ের কাছে বসে আছেন এক বৃহন্নলা।’বোবা কান্না’ থিমে এবার চুঁচুড়া বেগুনতলার পুজো। মাঠ জুড়ে যে মণ্ডপ তৈরিহয়েছে তাতে প্রবেশ করলে দেখা যাবে কড়িবড়গার পুরনো দিনের বাড়ি। তাতেই বৃহন্নলা জীবন ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন : সস্তায় কাতলা মাছের ভিন্দালু, মোরগ পোলাও থেকে নবরত্ন বিরিয়ানি! পুজোয় হাজির হবে আপনার বাড়ির টেবিলে
পাঁচটি দুর্গা এক একটা ঘরে। দেওয়ালে দেওয়ালে বৃহন্নলাদের ছবি। সামাজিক বার্তা-তৃতীয় লিঙ্গের মানুষরা সমাজে অশুচি নন, তাঁদেরও সমান অধিকার আছে। তৃতীয় লিঙ্গের অনেকেই আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তবু তাঁদের অন্য চোখে দেখা হয়। তাঁদের পেশার জন্য নানা ভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। চুঁচুড়া খাগড়াজোল এলাকায় রয়েছে বৃহন্নলাদের পল্লী। সেখানে তাঁদের জীবনযাপন খুব কাছ থেকে দেখেছেন শিল্পী আশিস দাস। চুঁচুড়া বারোদুয়ারির বাসিন্দা সেই শিল্পীর ভাবনাতেই ফুটে উঠছে বেগুনতলার থিম। পঞ্চমীর দিন বৃহন্নলাদের দিয়েই হবে পুজোর উদ্বোধন। তিন মাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ। আর কয়েকদিন বাকি পুজোর এখন চলছে ফিনিশিং টাচ।
advertisement
advertisement
দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 9:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: ছকভাঙা পুজোর থিম 'বৃহন্নলা'! পুজোর উদ্বোধনও করবেন তৃতীয় লিঙ্গের মানুষই









