Durga Puja 2024: কুলিক বন্দর ঘাটের দুর্গাপুজো...৪০০ বছর পার করে আজও অটুট ঐতিহ্য
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
প্রায় ৪০০ বছর আগে এই মন্দির স্থাপন করা হয়েছিল। দুর্গাপুজোকে কেন্দ্র করে বন্দর এলাকাতে মেলা বসত
উত্তর দিনাজপুর: ৪০০ বছরেরও পুরনো কুলিক বন্দর ঘাটের পুজো!১৯৫৩ সালে কুলিকের ভয়াবহ বন্যায় সব ভেসে যায়, বন্ধ হয়ে যায় পুজো।  পরবর্তীতে নতুন কাঠামো তৈরি করে আবারও শুরু হয় মায়ের পুজো।যুগের পর যুগ ধরে আজও রায়গঞ্জের বন্দরের আদি দুর্গামন্দিরের ঐতিহ্য অটুট।
প্রায় ৪০০ বছর আগে এই মন্দির স্থাপন করা হয়েছিল। দুর্গাপুজোকে কেন্দ্র করে বন্দর এলাকাতে মেলা বসত । এই মেলা ছিল সকল শ্রেণির মানুষের মিলনস্থল। প্রথমে টিনের চালা দিয়ে ঘেরা ছিল  মন্দিরটি। কিন্তু নদী থেকে মাত্র একশো মিটার দূরের মন্দিরটি ঝড়বৃষ্টিতে ভেসে যায়। শেষপর্যন্ত চুন-সুরকি দিয়ে দুর্গামন্দির নির্মিত হয়। পরবর্তীতে কংক্রিটের ঠাকুরদালান গড়ে ওঠে।
advertisement
দেবীকে পরানো হয় বেনারসি। মন্দির কমিটির সম্পাদক জানান, সকাল সন্ধে এই মন্দিরে নিত্য পুজো হয়। পুজোর দিন অষ্টমীতে হাজার হাজার মানুষ জড়ো মন্দির প্রান্তে। পুজোর তিনদিন স্থানীয় বাসিন্দাদের বাড়ির হেঁশেলে উনুন জ্বলে না। সকলেই এখানে খিচুড়ি প্রসাদ খান। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদহ ও শিলিগুড়ি থেকে প্রচুর দর্শনার্থী প্রতি বছর পুজোয় এই প্রাচীন মন্দিরের দেবী দর্শনে ছুটে আসেন।
advertisement
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2024 2:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: কুলিক বন্দর ঘাটের দুর্গাপুজো...৪০০ বছর পার করে আজও অটুট ঐতিহ্য

 
              