Nadia News: অশান্ত বাংলাদেশ! এবার ঘুম উড়ল সীমান্তের মানুষের, কী হচ্ছে সেখানে জানেন?

Last Updated:

Nadia News: সীমান্তবর্তী এলাকার মানুষেরা জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা অসৎ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করে তারাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন।

+
সীমান্তে

সীমান্তে বাড়তি নজরদারি বিএসএফের

নদিয়া: জেলায় প্রায় ১০০ কিলোমিটারেও বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। অধিকাংশ জায়গায় তারকাটা দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গায় এখনও তারকাটা দিয়ে ঘেরার জায়গা নেই। সারা বছরই চোরাচালানকারীদের উৎপাতে আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষদের। বর্তমানে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে আরও আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষ।
নদিয়ার গেদে সীমান্তে চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গেল স্থানীয় মানুষদের। সীমান্তবর্তী এলাকার মানুষেরা জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা অসৎ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করে তারাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। যদিও বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোই নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফের তরফে।
advertisement
advertisement
উল্লেখ্য, নদিয়া জেলার অধিকাংশ এলাকাই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সীমান্ত ভাগ করে নিয়েছে। সেই কারণেই একাধিক সময় বিভিন্ন অনুপ্রবেশকারী ও চোরাচালান কারবারিরা মাথাচাড়া দিয়ে ওঠে সীমান্তবর্তী এলাকা গুলিতে।
তবে সম্প্রতি বাংলাদেশের যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কোনও মুহূর্তে তার রেশ এসে পড়তে পারে পার্শ্ববর্তী নদিয়া জেলাতে। আর সেই কারণেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে সীমান্তরক্ষী বাহিনীরা। সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সাধারণ সতর্কতা করেছে বিএসএফ। আর সেই কারণে সীমান্তরক্ষী বাহিনীদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও বাড়তি সতর্ক রয়েছে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: অশান্ত বাংলাদেশ! এবার ঘুম উড়ল সীমান্তের মানুষের, কী হচ্ছে সেখানে জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement