South 24 Parganas News: ঝড়ো হাওয়ায় কাটার আগেই জমিতে লুটিয়ে পড়ল ধান, মাথায়হাত কৃষকের
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
ঘূর্ণিঝড় প্রভাবে ঝড়ো হাওয়ায় বয়ে যাওয়ার ফলে ধানের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।
দক্ষিণ ২৪ পরগনা : ঘূর্ণিঝড় প্রভাবে ঝড়ো হাওয়ায় বয়ে যাওয়ার ফলে ধানের ক্ষতির শঙ্কা করছেন চাষীরা। বঙ্গোপসাগরে নিম্নচাপে সৃষ্টি হওয়ার ফলে হালকা বৃষ্টিসহ ঝড়ো হাওয়া শুরু হয়। তীব্র হাওয়ার দাপটে ও বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। প্রবল ঝড়ো হাওয়া তে শুয়ে পড়েছে ধানের গাছ। এতে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন চাষী ও কৃষকরা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টি হয়েছে তাতে আমন ধানের তেমন ক্ষতি হবার কথা নয়। তবে ঝোড়ো বাতাসের কারণে যদি ধান গাছ নুয়ে যায় এবং জলে আটকে থাকে তাহলে আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। জেলার উপকূলে ঘূর্ণিঝড় সেভাবে আঘাত না আনায়ও শুক্রবার রাত্রি পর্যন্ত জেলার উপকূলবর্তী এলাকা গুলিতে কোথাও কোনো সাইক্লোন শেল্টারে বা আশ্রয় কেন্দ্রে কাউকে আশ্রয় নিতে দেখা যায়নি।
advertisement
advertisement
এ প্রসঙ্গে এক কৃষক বলে কয়েকটা দিনের মধ্যেই ধান কেটে সে ধান গোলা তে উঠতো। আর তার মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান চাষের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হল আমাদের কি করব তা ভেবে উঠতে পারছিনা। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের হলেও কিছুটা প্রভাব পড়েছে এ রাজ্যে সুন্দরবন লাগোয়া উপকূল তীরবর্তী এলাকাগুলিতে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ঝড়ো হাওয়ায় কাটার আগেই জমিতে লুটিয়ে পড়ল ধান, মাথায়হাত কৃষকের