Murshidabad News: রাস্তা যেন খেত! ক্ষোভে সেখানেই ধানের চারা পুঁতে প্রতিবাদ গ্রামবাসীদের

Last Updated:

তন্ময় মন্ডল, সাগরদিঘী: দীর্ঘদিন ধরেই গ্রামের রাস্তা বেহাল। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। লাগাতার বর্ষায় বৃষ্টি হতেই আরও সমস্যায় গ্রামের বাসিন্দারা। তাই এবার রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের।

+
ধানের

ধানের চারা পুঁতে বিক্ষোভ চলছে 

তন্ময় মন্ডল, সাগরদিঘী: দীর্ঘদিন ধরেই গ্রামের রাস্তা বেহাল। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। লাগাতার বর্ষায় বৃষ্টি হতেই আরও সমস্যায় গ্রামের বাসিন্দারা। তাই এবার রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের। এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের কোতলা গ্রামে।
জানা গিয়েছে, এই কোটলা গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের রাস্তাতে এক হাঁটু কাদা। আর সেই কারণেই ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বৃষ্টি শুরু হলেই বন্ধ থাকে গ্রামের ছোটখাটো ব্যবসা। বন্ধ থাকে ছেলে মেয়েদের বিদ্যালয়ে পড়তে যাওয়া। কারণ, বৃষ্টি হলেই এক হাঁটু কাদা হয়ে যায় রাস্তায়। আর এতটাই কাদাতে রাস্তায় যাতায়াত করে বিদ্যালয়ে পৌঁছাতে পারে না ছেলেমেয়েরা। গ্রামে পৌঁছায় না কোন যানবাহন। বর্তমান সভ্য সমাজেও মাটির রাস্তায় কাঁদার মধ্যে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। বারংবার পঞ্চায়েত প্রধান থেকে প্রশাসনের কাছে আরজি জানিও কোন সূরাহা মেলেন।
advertisement
ভোট আসে, ভোট যায়। নেতাদের আনাগোনা শুরু হয়ে যায়। রাস্তার কথা বললেই প্রতিশ্রুতি মেলে। ভোটের সময় নেতাদের প্রতিশ্রুতি পেয়ে গ্রামবাসীরা ভাবে এবার হয়ত তাদের রাস্তা হবে। কিন্তু বাস্তবে রাস্তা এখনও হয়নি। ভোট শেষ নেতাদের আনাগোনা শেষ প্রতিশ্রুতিও শেষ এমনটাই অভিযোগ করলেন গ্রামবাসীরা।
advertisement
এই বিষয়ে বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা মালের দাবি এখনও পর্যন্ত পঞ্চায়েতের রাস্তার এরকম বেহাল দশা কেন তার সদুত্তর দিতে পারেননি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: রাস্তা যেন খেত! ক্ষোভে সেখানেই ধানের চারা পুঁতে প্রতিবাদ গ্রামবাসীদের
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement