মাঠে কোমর সমান জল, পচছে সবজি! বন্ধ স্কুলের পড়াশুনা

Last Updated:

টানা কয়েক দিনের বৃষ্টিতে সবজির দফারফা জলের মধ্যে পচে নষ্ট হচ্ছে একাধিক সবজি মাথায় হাত কৃষকদের অন্য দিকে জলমগ্ন একাধিক গ্রাম বাড়িঘর ছেড়ে কেউ কেউ অন্যত্র আশ্রয় নিয়েছেন ।

কোমর সম্মান জল দেগঙ্গায়
কোমর সম্মান জল দেগঙ্গায়
দেগঙ্গা জিয়াউল আলম: টানা কয়েক দিনের বৃষ্টিতে সবজির দফারফা জলের মধ্যে পচে নষ্ট হচ্ছে একাধিক সবজি মাথায় হাত কৃষকদের অন্য দিকে জলমগ্ন একাধিক গ্রাম বাড়িঘর ছেড়ে কেউ কেউ অন্যত্র আশ্রয় নিয়েছেন ।
অতিবৃষ্টিতে জলমগ্ন কৃষি ক্ষেত নষ্ট হচ্ছে পেঁপে, লাউ, পটল, ঝিঙে, বেগুন ও কাঁকরোল-সহ একাধিক সবজি বৃষ্টির জল ছাড়ার কোন লক্ষণ নেই তার মধ্যেই খেতেই নষ্ট হচ্ছে একাধিক সবজি।
advertisement
advertisement
এইভাবে টানা জল জমে থাকলে সব ফসলের গাছ পচে নষ্ট হয়ে যাবে মাথায় হাত কৃষকদের। টানা বৃষ্টিতে দেগঙ্গার আমুলিয়া মাটিয়ার শীতুলিয়া এলাকায় কোমর সমান জল। শুধু মাঠেই নয়, ঘরের মধ্যে থেকে খাটের নিচেও জল। জমা জলের ফলে বহু স্কুলে বন্ধ পঠন পাঠনও। কেউ কেউ জলমগ্ন এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাঠে কোমর সমান জল, পচছে সবজি! বন্ধ স্কুলের পড়াশুনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement