স্কুল নাকি পুকুর! বাঁকড়ায় বিদ্যায়লের গেট থেকে ক্লাসে পৌঁছাতে লাগছে ভ্যান

Last Updated:

বর্ষায় হাঁটু সমান জলে ভাসছে বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়, সমস্যায় পড়ুয়া ও শিক্ষিকা, ভ্যানে যাতায়াত করছেন শিক্ষিকারা

+
জলে

জলে ভাসছে বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়

রাকেশ মাইতি, হাওড়া: হাওড়ার বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয় প্রতি বর্ষায় জলমগ্ন থাকে | গত কয়েক বছর এই সমস্যায় জর্জরিত ছাত্রী থেকে শিক্ষিকা সকলেই | ছাত্র ছাত্রীদের এই জল পার করেই অধিকাংশ সময়ে অভিভাবকরা দিয়ে যান | জলের জন্য স্কুলের শিক্ষিকারা ভ্যানে করে স্কুলে পৌঁছন|  ঝুঁকি নিয়ে স্কুলে আসতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকেরা |
বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয় একটি মেয়েদের উচ্চ বিদ্যালয়, যেখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন চলে  | প্রায় ৮০০ থেকে ১০০০ ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে| বিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় | হাওড়ার বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে বিগত কয়েক বছরে জলমগ্ন প্রবল বৃষ্টি ও জল জমার কারণে | যার জেরে বিদ্যালয়ের মাঠ এবং আশেপাশে জল জমে যাওয়ায় বিদ্যালয়ের পঠন-পাঠনে সমস্যা হচ্ছে | অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে বার বার জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি |
advertisement
advertisement
স্কুলের বাইরে এবং ভিতরে জমা জলে নোংরা আবর্জনা ও কচুরিপানা ভাসছে | এই পরিস্থিতিতে নোংরা জল পেরিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে পড়ুয়াদের | এই সমস্যা পার্শ্ববর্তী বসতি এলাকাতেও, মানুষের বাড়িতে জল থই থই করেছে। নিজেদের বসতবাড়ি বসবাস অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় মানুষের কথায় জানা যায়, অবৈধ নির্মাণের ফলে নিকাশি ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়েছে।  স্কুলের প্রধান শিক্ষিকা অবশ্য এই বিষয়ে তেমন মুখ খুলতে চাননি |
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল নাকি পুকুর! বাঁকড়ায় বিদ্যায়লের গেট থেকে ক্লাসে পৌঁছাতে লাগছে ভ্যান
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement