Nadia News: লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে ভাগীরথীর! চিন্তায় নদী তীরবর্তী মানুষজন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
না নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টির কারণে জলস্তর বৃদ্ধি পেয়েছে ভাগীরথী নদীতে। গভীর আতঙ্কে ভুগছেন ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মানুষজনেরা। ঝাড়খণ্ডের বিভিন্ন বাঁধ থেকে থেকেও জল ছাড়া হয়েছে ইতিমধ্যে, সেই সমস্ত জল ভাগিরথী নদী বয়ে ক্রমশ নিচু এলাকাগুলিতে প্রবেশ করেছে।
মৈনাক দেবনাথ, নদিয়া: টানা নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টির কারণে জলস্তর বৃদ্ধি পেয়েছে ভাগীরথী নদীতে। গভীর আতঙ্কে ভুগছেন ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মানুষজনেরা। ঝাড়খণ্ডের বিভিন্ন বাঁধ থেকে থেকেও জল ছাড়া হয়েছে ইতিমধ্যে, সেই সমস্ত জল ভাগিরথী নদী বয়ে ক্রমশ নিচু এলাকাগুলিতে প্রবেশ করেছে। ইতিমধ্যেই নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটসহ বেশ কিছু নিচু এলাকায় ঢুকেছে জল। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাতে করে ভাগীরথী নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে নদীর তীরবর্তী এলাকার মানুষজন রয়েছে আতঙ্কে।
লাগাতার নিম্নচাপ ও বৃষ্টির জেরে ভাগীরথী নদীতে হু হু করে বেড়ে চলেছে জল। এভাবে জল বাড়তে থাকায় নীচু এলাকা গুলিতে জল ঢুকে পড়ায় চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর একদিকে যেমন জল বাড়লে নীচু এলাকায় জলে ডুবে যায় ঠিক তার অন্যদিকে নদী ভাঙনেরও সমস্যা দেখা দেয়। তবে ভাগিরথী নদীর একদিকে রয়েছে নদিয়া ঠিক তার উল্টো দিকে রয়েছে পূর্ব বর্ধমান। আর এই দুই জেলার যোগাযোগের মাধ্যম নৃসিংহপুর ফেরিঘাট। যেখান দিয়ে প্রায় প্রতিদিন হাজার,হাজার মানুষজন এবং পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের জন্য পার হয় ভারী যানবাহন। তবে টানা বৃষ্টির জেড়ে অন্যদিকে বাধের জল ছাড়ায় রীতিমতো জলস্তর বৃদ্ধি পেয়েছে ভাগীরথি নদীতে। নদীর রীতিমতো জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকা গুলিতে রীতিমতো বন্যার আতঙ্কে এলাকার মানুষের চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে ভাগীরথীর! চিন্তায় নদী তীরবর্তী মানুষজন