হই হই কাণ্ড! দুয়ারে সরকার শিবিরে হাজির বর-কনে! কারণ যা বলল তারা... চমকে উঠবেন!
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Duare Sarkar: দুয়ারে সরকার শিবিরে হাজির খুদে বর-কনে! দুয়ারে সরকার শিবিরে বর কনেকে দেখে হতবাক বহু মানুষ!
পূর্ব বর্ধমান: দুয়ারে সরকার শিবিরে হাজির খুদে বর-কনে! দুয়ারে সরকার শিবিরে বর কনেকে দেখে হতবাক বহু মানুষ! তবে সেখানে কি প্রয়োজন তাদের? কোনও প্রকল্পের পরিষেবা নেওয়ার জন্য নাকি অন্য বিষয় ? টোপর পরা বর,মুকুট পরা কনে। একদম পুরোপুরি বিয়ের সাজে।
সাজগোজ করে যেন খুদে বর-কনে হাজির দুয়ারে সরকার শিবিরে! দুয়ারে সরকার শিবিরে বর-কোনে কেন ? এই নিয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে অনেকের মনে। তবে আসল বিষয় বা উদ্যেশ্য জানলে সকলেই অবাক হবেন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শসঙ্গা অঞ্চলের দুয়ারে সরকার শিবিরে এই ছবি দেখা যায়।
advertisement
advertisement
এই প্রসঙ্গে শসঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিম্পা সাহা প্রামানিক বলেন, প্রশাসন চেষ্টা করেও বাল্যবিবাহ আটকাতে পারছে না। তা হয়েই চলেছে। তাই এই রকম সচেতনতামূলক প্রচার জরুরি। আশা করছি মানুষ সচেতন হবে। শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্যের নবম ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। সেখানে ৩৭টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আধার সংশোধন, বিদ্যুতের বিল এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতবিভিন্ন পরিষেবা পেতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন।
advertisement
এবার সেই দুয়ারে সরকার শিবিরে বাল্যবিবাহ রোধে প্রচারের অংশ হিসেবে দেখা গেল ক্ষুদেবর-কনেকে। শিশুকালেই বিয়ে কতটা ক্ষতিকর এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে জীবন কতটা পিছিয়ে যায় এই বার্তা দেওয়ার জন্য এহেন উদ্যোগ সত্যিই অভিনব। কলেজ পড়ুয়া প্রিয়াংকা রুইদাস বলেন, বাল্যবিবাহ বন্ধ করা দরকার। ছেলে এবং মেয়ে উভয়েরই পড়াশোনা এবং নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে।
advertisement
আগামী প্রজন্মের সুনাগরিক হয়ে ওঠার পথে বাল্যবিবাহ একটি বড় বাধা। তাই দুয়ারে সরকার শিবিরে তাদের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সকলের। অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। বাল্যবিবাহ হলে মানসিক সমস্যা থেকে শুরু করে পড়াশোনার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেকারণে এই বিষয়ে সকলেরই সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2025 4:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হই হই কাণ্ড! দুয়ারে সরকার শিবিরে হাজির বর-কনে! কারণ যা বলল তারা... চমকে উঠবেন!







