দুয়ারে রেশনের খাদ্য সামগ্রী বোঝাই গাড়ি ঢুকতেই তা আটকে বিক্ষোভ উপভোক্তাদের !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
গ্রামবাসীদের অভিযোগ, রেশন ডিলার গত এক মাসের রেশন দেননি। সেই রেশন উপভোক্তাদের না দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। তাই এদিন রেশন দিতে এলে খাদ্য সামগ্রী বোঝাই গাড়ি আটকে দেওয়া হয়।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: দুয়ারের রেশনের খাদ্য সামগ্রীর নিয়ে গিয়েছিলেন ডিলারের কর্মীরা। এই রেশন পেয়ে আপ্লুত হওয়া দূরের কথা বরং রেশন এর খাদ্য সামগ্রী বোঝাই গাড়ি-সহ ডিলারের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের গলসি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন এমন করলেন উপভোক্তারা?
গ্রামবাসীদের অভিযোগ, রেশন ডিলার গত এক মাসের রেশন দেননি। সেই রেশন উপভোক্তাদের না দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। তাই এদিন রেশন দিতে এলে খাদ্য সামগ্রী বোঝাই গাড়ি আটকে দেওয়া হয়। বাসিন্দাদের দাবি, আগে রেশনের বকেয়া চাল চিনি গম দিতে হবে। তবেই দুয়ারে রেশন কর্মসূচি পালন করতে পারবেন রেশন ডিলার।
advertisement
advertisement
দুয়ারে রেশনে দিতে গিয়ে ডিলারের কর্মীদের ও ট্র্যাক্টর আটক রেখে বিক্ষোভ হল পূর্ব বর্ধমানের গলসিতে। শুক্রবার সকালে ট্র্যাক্টর করে রেশন সামগ্রী নিয়ে যান গলসি ২ নম্বর ব্লকের মসজিদপুর অঞ্চলের রেশন ডিলার অঞ্জলি হাজরার লোকজন। গলসির ছালালপুর গ্রামের উপভোক্তারা ট্র্যাক্টর ও কর্মীদের দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর যায় ব্লক খাদ্য সরবরাহ দফতরে। উপভোক্তাদের দাবি, তাদের গোটা এক মাসের রেশন দিচ্ছেন না ওই ডিলার।
advertisement
গ্রামের বাসিন্দা হাবিল মিদ্দা রহিম শেখের অভিযোগ প্রিন্টেড স্লিপ দেওয়ার কথা কিন্তু কারচুপি করার জন্য হাতে লেখা চিরকুট ধরিয়ে দেওয়া হয়। কোন পরিবারের কোন সামগ্রির প্রাপ্য কতটা করে দেওয়া হচ্ছে কিছুই বোঝা যায় না। বারবার অভিযোগ জানিও কোনও ফল হয়নি তাই গ্রামবাসীরা রেশনের খাদ্য সামগ্রী বোঝাই ট্র্যাক্টর আটকে দিয়ে বিক্ষোভ দেখায়।
advertisement

যদিও রেশন ডিলার কর্তৃপক্ষ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। রেশন ডিলারের কর্মী চন্দন হাজরা বলেন, ছাপা রশিদ দেওয়ার মেশিনের ব্যাটারি খারাপ হয়ে গিয়েছিল। তাই কিছু উপভোক্তাকে হাতে লেখার রশিদ দেওয়া হয়েছিল। এক মাসের রেশন না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। যথাসময়েই সবাইকে বরাদ্দ অনুযায়ী রেশন দেওয়া হয়েছে। ওই রেশন ডিলারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার সত্যতা যাচাই করা হবে বলে জানিয়েছে খাদ্য দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2022 7:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুয়ারে রেশনের খাদ্য সামগ্রী বোঝাই গাড়ি ঢুকতেই তা আটকে বিক্ষোভ উপভোক্তাদের !