Drug trafficking: পুলিশি অভিযানে রাজনগরে উদ্ধার বিপুল পরিমান গাঁজা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গোপন সূত্রে খবর পেয়ে ৫ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরভূমের রাজনগর থানার পুলিশ
#বীরভূম: গোপন সূত্রে খবর পেয়ে ৫ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরভূমের রাজনগর থানার পুলিশ । ক্রমশই রমরমিয়ে বাড়ছে গাঁজা বিক্রি (Drug trafficking)! নির্দিষ্ট বাজার ছাড়িয়ে গাঁজা বিক্রেতারা এখন ঢুকে পড়েছে বিভিন্ন শহরের অলিতে-গলিতে, শিকার বেশিরভাগ অল্প বয়স্ক ছেলেরা (Drug trafficking)। গাঁজা ব্যবসা রুখতে বিগত বেশ কিছু সময় ধরে নিয়মিত অভিযান চালাচ্ছেন বীরভূম জেলা পুলিশ, পাকড়াও করছে একের পর এক গাঁজা বিক্রেতাকে । বেশ কয়েক দিন আগেই বীরভূমের খয়রাশোলে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ কুইন্টাল ১০ কেজির গাঁজা উদ্ধার করেন ।
এই ঘটনার কয়েকদিনের মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে ৫ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করল বীরভূমের রাজনগর থানার পুলিশ । গতকাল, সোমবার বিকেলে সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক-এর তত্ত্বাবধানে অভিযান চালিয়ে রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত বীরভূমের রাজনগরের গুরকাটা মোড় থেকে এক ব্যক্তিকে ৫ কেজি গাঁজা-সহ হাতেনাতে গ্রেফতার করেন ।
advertisement
advertisement
জানা গিয়েছে, ধৃত গাড়ি ভর্তি গাঁজা নিয়ে বীরভূমের চন্দ্রপুর থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল। সেই সময়েই রাজনগর থানার পুলিশ তল্লাশি চালিয়ে ব্যক্তির কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয় ।
advertisement
তদন্তে জানা যায়, ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলার টংরা থানার অন্তর্গত বাঁশকুলি গ্রামে । আজ, মঙ্গলবার সকালে ব্যক্তিকে সিউড়ি আদালতে পেশ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2021 6:06 PM IST