CM Mamata Banerjee: হবু কনেকে নিজের হাতে বেনারসি উপহার মুখ্যমন্ত্রীর! চোখে জল আনন্দে আপ্লুত দরিদ্র মাছবিক্রেতার কন্যার
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
CM Mamata Banerjee: আর্থিক দুশ্চিন্তার মধ্যেই মেয়ের বিয়ে ঠিক করেছিলেন বাপনবাবু। কিন্তু গরিব মাছ বিক্রেতার পক্ষে বিয়ের খরচ জোগানো দুঃসহ হয়ে উঠেছিল। তাই একমাস আগে রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তিনি।
বনোয়ারীলাল চৌধুরী, মঙ্গলকোট: টাকার অভাবে কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি মঙ্গলকোট ব্লকের ঝিলু ২ পঞ্চায়েতের ঠেঙাপাড়া গ্রামের মিতা মাঝি। উচ্চমাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হলেও সংসারের অনটনে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। মাছ বিক্রি করে সংসার চালান বাবা বাপন মাঝি। গৃহবধূ মা কৃষ্ণা মাঝি আর দুই ভাইকে নিয়ে তাঁদের পাঁচ সদস্যের পরিবার। আর্থিক দুশ্চিন্তার মধ্যেই মেয়ের বিয়ে ঠিক করেছিলেন বাপনবাবু। কিন্তু গরিব মাছ বিক্রেতার পক্ষে বিয়ের খরচ জোগানো দুঃসহ হয়ে উঠেছিল। তাই একমাস আগে রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তিনি।
সরকারি সাহায্যের টাকাই একমাত্র ভরসা ভেবেছিলেন পরিবারের সবাই। কিন্তু ঘটনাটা অন্য মোড় নেয়। ব্লক অফিস থেকে জানানো হয়, মিতাকে নিয়ে বর্ধমানের প্রশাসনিক সভায় যেতে হবে। সেখানেই ঘটে অবিশ্বাস্য ঘটনা। সবার সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাল টুকটুকে বেনারসি শাড়ি মিতার হাতে তুলে দেন। পাশাপাশি বরের জন্য উপহার দেন ধুতি পাঞ্জাবি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সরাসরি এই উপহার পেয়ে কান্নায় তাঁর চোখে জল এসে যায়। মিতা এই প্রসঙ্গে বলেন, “আমি কখনও ভাবতেই পারিনি যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে শাড়ি পাব। এই উপহার পেয়ে আমি ধন্য।”
advertisement
আরও পড়ুন : এ বছর দেবী দুর্গার আগমন কোন বাহনে? দশভুজার গমনের বাহনই বা কোনটা? পঞ্জিকা মতে এর ফলাফল কী? জানুন
গ্রামের মানুষও এই ঘটনায় আপ্লুত। প্রতিবেশীদের কথায়, “রূপশ্রী প্রকল্পের টাকা তো অনেকেই পান। কিন্তু মুখ্যমন্ত্রীর হাত থেকে উপহার পাওয়া সত্যিই বিরল ঘটনা। আমাদের গ্রামের মেয়ে মিতা ভাগ্যবতী।” মিতার মা কৃষ্ণা মাঝি ভাঙা ঘরে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে বলেন, “আমাদের সংসার বলতে দু’কামরার মাটির বাড়ি। এত সামর্থ্য আমাদের নেই। কিন্তু দিদি আমাদের মতো গরিব পরিবারের মেয়ের হাতে এমন উপহার দিলেন, এই আনন্দ ভাষায় বোঝানো যাবে না।” মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী আমাদের গর্ব। তিনি সবাইকে সমান চোখে দেখেন, মিতাকে শাড়ি উপহার দেওয়া তারই প্রমাণ।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 8:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CM Mamata Banerjee: হবু কনেকে নিজের হাতে বেনারসি উপহার মুখ্যমন্ত্রীর! চোখে জল আনন্দে আপ্লুত দরিদ্র মাছবিক্রেতার কন্যার