সকাল সকাল রাস্তার ধারে মদ্যপান করছিল যুবক-যুবতীরা! বারণ করতেই তেলে-বেগুনে...,মারধর শিক্ষককে

Last Updated:

রাস্তায় কিছু যুবক ও যুবতী মিলে মদ্যপান করছিল। আর সকাল বেলা এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করেছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল।

যুবক যুবতীদের সঙ্গে ঝামেলা অঙ্কন শিক্ষকের
যুবক যুবতীদের সঙ্গে ঝামেলা অঙ্কন শিক্ষকের
বেলঘরিয়া, উত্তর ২৪ পরগনা, সুবীর দে: সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল। নিরুপম বাবু পেশায় একজন অঙ্কন শিক্ষক। বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবক ও যুবতী মিলে মদ্যপান করছিল। আর সকাল বেলা এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করেছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল।
মদ্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করে যুবকেরা। তারপর এলাকার মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা। মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা। ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার। ইতিমধ্যেই অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া থানার অন্তর্গত নন্দননগর, যেখানে এমন ঘটনা ঘটেছে ওই এলাকার বাসিন্দারা দাবি করেছেন, এলাকায় সিসিটিভি রয়েছে, সিসিটিভির ফুটেজ দেখলেই বোঝা যাবে ঠিক কী ঘটনা ঘটেছিল। মেয়েটিও ওই শিক্ষককে মারধর করে। এমন ঘটনায় এলাকার সকলেই আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
advertisement
অন্যদিকে আক্রান্ত অঙ্কন শিক্ষক জানিয়েছেন, “সকাল ছয়টা নাগাদ আমি যখন ফিরছিলাম তখন দেখি ৭-৮ জন ছেলে আর একটি মেয়ে ওইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে মদ্যপান করছে। আমার শুধু অপরাধ এইটুকু বলা, সকাল হয়ে গেছে তবুও তোমরা প্রকাশ্যে এইরকম কাণ্ড কেন করছ! ব্যাস তারপরেই শুরু হয় আমার ওপর আক্রমণ।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সকাল সকাল রাস্তার ধারে মদ্যপান করছিল যুবক-যুবতীরা! বারণ করতেই তেলে-বেগুনে...,মারধর শিক্ষককে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement