West Medinipur News: সাংস্কৃতিক ধারা বহমান রাখতে অভিনব আয়োজন... কিছুক্ষণের অভিনয়ে বাজিমাত

Last Updated:

মঞ্চস্থ হয়েছে একাধিক নাটক। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নাটকের ধারাকে বহমান রাখতে অভিনব আয়োজন এক নাট্য সংস্থার।

+
মঞ্চে

মঞ্চে আয়োজিত হচ্ছে নাটক

পশ্চিম মেদিনীপুর: সামান্য কিছুক্ষণের অভিনয়, আলোকসজ্জা, আবহ বদলে দিতে পারে গোটা সমাজকে। সমাজের সামাজিক প্রেক্ষাপট বদলাতে পারে বেশ কয়েক মিনিটের দৃশ্যায়ন। সমাজের বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট, ঘটনা কয়েকজন মিলে দর্শকদের সামনে তুলে ধরেন সামান্য কিছুক্ষণ। কালের পর কাল এমন সংস্কৃতি চর্চা বহমান। তবে বর্তমান সময়ে কমেছে নাটকের চর্চা। যুব থেকে বৃদ্ধ সকলেই মোবাইলের নেশায় আবদ্ধ। স্বাভাবিকভাবে মানুষের ধৈর্য, চিন্তাশীল ভাবনা কমছে। সকলের মধ্যে নাটকের ধারাবাহিকতা বজায় রাখতে এবং নাটক সম্পর্কে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে দুদিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করল একটি সংস্থা। প্রত্যন্ত মফস্বল এলাকায় নাট্যচর্চা জিইয়ে রাখতে এমন অভিনব আয়োজন সুকৃৎ নাট্যধারা নামে একটি নাট্য সংস্থার।
বর্তমান দিনে মোবাইল, ইন্টারনেট, রিলস, শর্ট ভিডিওর যুগে হারিয়ে যেতে বসেছে মানুষের চিন্তাশীল ভাবনা। ক্রমশ শহর-শহরতলী কিংবা গ্রামীণ এলাকা থেকে হারিয়ে যাচ্ছে নাট্যচর্চা। তবে সেই নাট্যধারাকে এগিয়ে নিয়ে যেতে বেশ কয়েকজন যুবক মিলে তৈরি করা এই নাট্যগোষ্ঠীর উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত হল নাট্য উৎসব। সপ্তাহান্তে শনি এবং রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় এই নাট্য উৎসবের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন জায়গার প্রতিষ্ঠিত নাট্য দল অংশ নেয়।
advertisement
প্রসঙ্গত, সমাজের আয়না নাটক। এই কিছুক্ষণের নাটক বদলে দিতে পারে গোটা সমাজকে। ভাবিয়ে তুলতে পারে সাধারণ মানুষকে। সমাজের বাস্তব, গঠনমূলক দিক অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরা হয় নাটকে। স্বাভাবিকভাবে নাটক সমাজের কাছে এক গণমাধ্যম। তবে বর্তমানে হারিয়ে যেতে বসেছে নাট্যচর্চা। তাই মফস্বল এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে তুলতে এবং সংস্কৃতি চর্চার উদ্যোগ নিয়ে এই নাট্য উৎসবের আয়োজন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠানের।
advertisement
advertisement
বিদ্যাসাগরের জীবনী, তার সমাজ সংস্কার সহ একাধিক সামাজিক বিষয় নিয়ে দুই দিন নাটক মঞ্চস্থ হয়। স্বাভাবিকভাবে মফস্বল এলাকায় এমন অভিনব সাংস্কৃতিক আয়োজন বেশ অর্থবহ। সমাজের কাছে এক দৃষ্টান্ত।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: সাংস্কৃতিক ধারা বহমান রাখতে অভিনব আয়োজন... কিছুক্ষণের অভিনয়ে বাজিমাত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement