বারাসাতে তালাবন্ধ ঘর থেকে বিকট দুর্গন্ধ! দরজা ভাঙতেই বিছানায় কম্বলে জড়ানো মুখ, হাত...সর্বনাশ!

Last Updated:

এক মাস আগে সাহা দম্পতি রঞ্জিত বড়ালের ভাড়াবাড়িতে ওঠেন। তবে নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝামেলা করতেন বিজু।

বারাসাতে তালাবন্ধ ঘর থেকে বিকট দুর্গন্ধ! দরজা ভাঙতেই বিছানায় কম্বলে জড়ানো মুখ, হাত...সর্বনাশ!
বারাসাতে তালাবন্ধ ঘর থেকে বিকট দুর্গন্ধ! দরজা ভাঙতেই বিছানায় কম্বলে জড়ানো মুখ, হাত...সর্বনাশ!
বারাসাত, জিয়াউল আলম: রবিবার রাতে বারাসাতের অশ্বিনী পল্লী মানিকনগর এলাকায় এক ভাড়াবাড়ি থেকে কম্বলে মোড়া পচা গলা ও আংশিক পোড়া অবস্থায় উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
মৃতার নাম লক্ষ্মী মাহাতো (৩৫)। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং ছিলেন বিজু সাহার স্ত্রী। পুলিশ জানিয়েছে, প্রায় দেড় বছর আগে থেকে এই দম্পতি একসঙ্গে সংসার করছিলেন।
ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত স্বামী বিজু সাহা, পেশায় বাসচালক। সোমবার ভোরে তাকে বারাসাতের চাঁপাডালি এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। জেরা চলাকালীন বিজু স্বীকার করে নেয়, স্ত্রীর গলা টিপে খুন করেছে সে।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এক মাস আগে সাহা দম্পতি রঞ্জিত বড়ালের ভাড়াবাড়িতে ওঠেন। তবে নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝামেলা করতেন বিজু। একাধিকবার এই অশান্তির কথা বাড়ির অন্যান্য ভাড়াটেরা মালিককে জানান। তখন বাড়ি ছেড়ে দিতে বললেও, সাহা দম্পতি ছিলেন সেই ভাড়াবাড়িতেই।
advertisement
বারাসাতে তালাবন্ধ ঘর থেকে বিকট দুর্গন্ধ! দরজা ভাঙতেই বিছানায় কম্বলে জড়ানো মুখ, হাত...সর্বনাশ!
বারাসাতে তালাবন্ধ ঘর থেকে বিকট দুর্গন্ধ! দরজা ভাঙতেই বিছানায় কম্বলে জড়ানো মুখ, হাত…সর্বনাশ! (Representative Image: AI)
রবিবার সন্ধ্যায় দুর্গন্ধ ছড়াতেই ভাড়াটেরা ফের মালিককে জানান। মালিক এসে বন্ধ তালা দেখে স্থানীয় পার্টি অফিসের মাধ্যমে খবর দেন থানায়। পুলিশ এসে তালা ভেঙে ভিতরে ঢুকে একটি কম্বলে মোড়ানো, পচা গলা, মুখ ও হাত আংশিক পোড়া মৃতদেহ উদ্ধার করে।
advertisement
মৃতদেহটি এতটাই বিকৃত ছিল যে, প্রথমে পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়দের অনুমান ছিল, মৃতা ওই ঘরের মহিলাই—অর্থাৎ লক্ষ্মী মাহাতো। পরবর্তীতে পুলিশি তদন্তে সেটিই স্পষ্ট হয়।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় বহু বাংলাদেশি নাগরিক ও পরিচয়পত্রবিহীন মানুষ ঘর ভাড়া নিয়ে থাকেন, যার দিকে প্রশাসনের নজর নেই। এই নিয়ন্ত্রণহীনতার জেরেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ।
advertisement
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত মেডিকেল কলেজে। ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারাসাতে তালাবন্ধ ঘর থেকে বিকট দুর্গন্ধ! দরজা ভাঙতেই বিছানায় কম্বলে জড়ানো মুখ, হাত...সর্বনাশ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement