Anubrata Mondal Property: অনুব্রতর রাইস মিলের ডিরেক্টর বাড়ির পরিচারক! ভোলে ব্যোমে চমকে দেওয়া তথ্য

Last Updated:

অনুূব্রতর এই রাইস মিলে এ দিন প্রায় ছ' ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই৷ বর্তমানে রাইস মিলটি বন্ধ রয়েছে৷

অনুব্রতর রাইস মিলে সিবিআই হানা৷
অনুব্রতর রাইস মিলে সিবিআই হানা৷
#বোলপুর: ভোলে ব্যোম রাইস মিল৷ গত কয়েক দিন ধরেই চর্চায় বোলপুরের এই রাইস মিল৷ কারণ এই রাইস মিলের মালিক আর কেউ নন, স্বয়ং অনুব্রত মণ্ডল৷ সেই রাইস িমলেই আজ হানা দিয়ে ছ' ঘণ্টারও বেশ তল্লাশি চালায় সিবিআই৷ আর সেই তল্লাশিতেই উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷
নামে অনুব্রত মণ্ডলের হলেও খাতায় কলমে অবশ্য এই ভোলে ব্যোম রাইস মিলের মালিক অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল৷ যদিও চমক রয়েছে অন্য জায়গায়৷ সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর এই রাইস মিলের একজন ডিরেক্টর তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল৷ রাইস মিলের অন্য একজন ডিরেক্টর অনুব্রতর বাড়ির পরিচারক৷ যদিও তদন্তের স্বার্থে সেই পরিচারকের নাম প্রকাশ করেনি সিবিআই৷
advertisement
advertisement
সিবিআই প্রথম থেকেই অভিযোগ করেছে, সরাসরি নিজের নামে সম্পত্তি না কিনে নিজের পরিবারের সদস্য, আত্মীয় এমন কি সায়গল হোসেনের মতো নিজের দেহরক্ষী, পরিচারকদের নামেও সম্পত্তি কিনেছেন অনু্ব্রত৷ এমন কি, অনুব্রতর কর্মীদের আত্মীয়ের নামেও বিপুল পরিমাণের সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই৷ এই সমস্ত সম্পত্তিরই উৎসের খোঁজ করছে সিবিআই৷ বাড়ির পরিচারককে রাইস মিলের ডিরেক্টর করা এই কৌশলেরই অংশ বলে দাবি সিবিআই-এর৷ ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও বাজেয়াপ্ত করেছে সিবিআই৷
advertisement
অনুূব্রতর এই রাইস মিলে এ দিন প্রায় ছ' ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই৷ বর্তমানে রাইস মিলটি বন্ধ রয়েছে৷ কিন্তু রাইস মিলের ভিতরে একাধিক বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে সিবিআই৷ যদিও গাড়িগুলির কোনওটিই অনুব্রতর নিজের নামে নেই৷ নিজেদের সঙ্গে এ দিন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই অফিসারকে সঙ্গে নিয়ে অনুব্রতর রাইস মিলের তল্লাশিতে যান সিবিআই আধিকারিকরা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Property: অনুব্রতর রাইস মিলের ডিরেক্টর বাড়ির পরিচারক! ভোলে ব্যোমে চমকে দেওয়া তথ্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement