Anubrata Mondal Property: অনুব্রতর রাইস মিলের ডিরেক্টর বাড়ির পরিচারক! ভোলে ব্যোমে চমকে দেওয়া তথ্য

Last Updated:

অনুূব্রতর এই রাইস মিলে এ দিন প্রায় ছ' ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই৷ বর্তমানে রাইস মিলটি বন্ধ রয়েছে৷

অনুব্রতর রাইস মিলে সিবিআই হানা৷
অনুব্রতর রাইস মিলে সিবিআই হানা৷
#বোলপুর: ভোলে ব্যোম রাইস মিল৷ গত কয়েক দিন ধরেই চর্চায় বোলপুরের এই রাইস মিল৷ কারণ এই রাইস মিলের মালিক আর কেউ নন, স্বয়ং অনুব্রত মণ্ডল৷ সেই রাইস িমলেই আজ হানা দিয়ে ছ' ঘণ্টারও বেশ তল্লাশি চালায় সিবিআই৷ আর সেই তল্লাশিতেই উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷
নামে অনুব্রত মণ্ডলের হলেও খাতায় কলমে অবশ্য এই ভোলে ব্যোম রাইস মিলের মালিক অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল৷ যদিও চমক রয়েছে অন্য জায়গায়৷ সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর এই রাইস মিলের একজন ডিরেক্টর তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল৷ রাইস মিলের অন্য একজন ডিরেক্টর অনুব্রতর বাড়ির পরিচারক৷ যদিও তদন্তের স্বার্থে সেই পরিচারকের নাম প্রকাশ করেনি সিবিআই৷
advertisement
advertisement
সিবিআই প্রথম থেকেই অভিযোগ করেছে, সরাসরি নিজের নামে সম্পত্তি না কিনে নিজের পরিবারের সদস্য, আত্মীয় এমন কি সায়গল হোসেনের মতো নিজের দেহরক্ষী, পরিচারকদের নামেও সম্পত্তি কিনেছেন অনু্ব্রত৷ এমন কি, অনুব্রতর কর্মীদের আত্মীয়ের নামেও বিপুল পরিমাণের সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই৷ এই সমস্ত সম্পত্তিরই উৎসের খোঁজ করছে সিবিআই৷ বাড়ির পরিচারককে রাইস মিলের ডিরেক্টর করা এই কৌশলেরই অংশ বলে দাবি সিবিআই-এর৷ ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও বাজেয়াপ্ত করেছে সিবিআই৷
advertisement
অনুূব্রতর এই রাইস মিলে এ দিন প্রায় ছ' ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই৷ বর্তমানে রাইস মিলটি বন্ধ রয়েছে৷ কিন্তু রাইস মিলের ভিতরে একাধিক বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে সিবিআই৷ যদিও গাড়িগুলির কোনওটিই অনুব্রতর নিজের নামে নেই৷ নিজেদের সঙ্গে এ দিন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই অফিসারকে সঙ্গে নিয়ে অনুব্রতর রাইস মিলের তল্লাশিতে যান সিবিআই আধিকারিকরা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Property: অনুব্রতর রাইস মিলের ডিরেক্টর বাড়ির পরিচারক! ভোলে ব্যোমে চমকে দেওয়া তথ্য
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement